Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

এ বারও আশাভঙ্গ বঙ্গের, আই লিগ পেল মিনার্ভা

কলকাতার দুই প্রধানের আশাপূরণ হল না এ বারও। শেষ ম্যাচে জিতেই আই লিগ তুলে নিল মিনার্ভা পঞ্জাব। পর পর দু’বার নতুন চ্যাম্পিয়ন পেল আই লিগ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ১৫:০১
Share: Save:

খেলার ফল

পঞ্চকুলা ম্যাচ: মিনার্ভা ১ (আসিয়েডু) : চার্চিল ব্রাদার্স ০

কলকাতা ম্যাচ: ইস্টবেঙ্গল ১ (ডুডু) : নেরোকা ১ (চিডি)

কোঝিকোড় ম্যাচ: গোকুলাম ১ (কিসেকা) : মোহনবাগান ১ (ডিকা)

কলকাতার দুই প্রধানের আশাপূরণ হল না এ বারও। শেষ ম্যাচে জিতেই আই লিগ তুলে নিল মিনার্ভা পঞ্জাব। পর পর দু’বার নতুন চ্যাম্পিয়ন পেল আই লিগ। গত বার আইজলের পর, এ বার মিনার্ভা।

এ বছর আই লিগের শুরু থেকেই সম্ভাবনা জাগিয়েছিল মিনার্ভা। টুর্নামেন্ট চলাকালীন বেশির ভাগ সময়ই লিগ টেবিলের শীর্ষে ছিল তাঁরা। তবে এগিয়ে থেকেও শেষ দিনের ম্যাচের উপর ঝুলে ছিল তাদের চ্যাম্পিয়নশিপের ভাগ্য। জিতলেই চ্যাম্পিয়ন, এই অবস্থায় খেলতে নেমে, বৃহস্পতিবার চার্চিলকে হারিয়েই মাঠ ছাড়ল তারা।

তবে ড্র করলেও এ দিন চ্যাম্পিয়ন হত মিনার্ভাই। কারণ মোহনবাগান-গোকুলাম এবং ইস্টবেঙ্গল-নেরোকা দুই ম্যাচের ফলই ১-১।

লিগ শেষে দ্বিতীয় স্থানে থেকে গেল নেরোকা এফসি। তিনে মোহনবাগান। চারে ইস্টবেঙ্গল।

কত নম্বরে দল ম্যাচ জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল গোল পার্থক্য পয়েন্ট

১ মিনার্ভা ১৮ ১১ ২ ৫ ২৪ ১৬ ৮ ৩৫

২ নেরোকা ১৮ ৯ ৫ ৪ ২০ ১৩ ৭ ৩২

৩ মোহনবাগান ১৮ ৮ ৭ ৩ ২৮ ১৪ ১৪ ৩১

৪ ইস্টবেঙ্গল ১৮ ৮ ৭ ৩ ৩২ ১৯ ১৩ ৩১

৫ আইজল ১৮ ৬ ৬ ৬ ২১ ১৮ ৩ ২৪

৬ লাজং ১৮ ৬ ৪ ৮ ১৭ ২৫ -৮ ২২

৭ গোকুলাম ১৮ ৬ ৩ ৯ ১৭ ২৩ -৬ ২১

৮ চেন্নাই সিটি ১৮ ৪ ৭ ৭ ১৫ ২৪ -৯ ১৯

৯ চার্চিল ১৮ ৫ ২ ১১ ১৭ ২৮ -১১ ১৭

১০ অ্যারোজ ১৮ ৪ ৩ ১১ ১৩ ২৪ -১১ ১৫

ম্যাচের লাইভ আপডেট যেমন যেমন ছিল:

চার্চিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মিনার্ভা।

ইস্টবেঙ্গল-নেরোকা ম্যাচ শেষ ১-১ গোলে।

মোহনবাগান-গোকুলাম ম্যাচ শেষ ১-১ গোলে।

মিনার্ভা-চার্চিল ম্যাচেও ৬ মিনিটের অতিরিক্ত সময়।

ইস্টবেঙ্গল-গোকুলাম ম্যাচে ৬ মিনিটের অতিরিক্ত সময়।

৭৩ মিনিট: চুলোভার ক্রস থেকে ডুডুর গোল সমতায় ফেরাল ইস্টবেঙ্গলকে।

৬৫ মিনিটের খেলা হয়ে গিয়েছে। খেলার ফল একই।

৫০ মিনিটের খেলা অতিক্রান্ত।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

হাফ টাইম।

৪৫+১ মিনিট: গোকুলামকে সমতায় ফেরালেন কিসেকা।মহম্মদ রশিদের পাস থেকে মোহনবাগানের বিরুদ্ধে সমতায় ফিরল গোকুলাম।

৪২ মিনিট: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এগিয়ে গেল নেরোকা এফসি। নিকোলাস ওয়ার্ডের একটি থ্রু বল ধরে গোলে শট নেন চিডি।

৩৬ মিনিট: ডানদিক থেকে আমনার ক্রস সহজ জায়গায় পেয়েও গোলে রাখতে ব্যর্থ জবি জাস্টিন।

৩৫ মিনিট: কাটসুমির লম্বা পাস থেকে ছ’গজ বক্সের মধ্যে বল পেয়েও গোলে রাখতে পারলেন না ইস্টবেঙ্গলে ডুডু।

আক্রম মোঘরাবির পাস থেকে দীপান্ডা ডিকার গোল।

২৬ মিনিট: দীপান্ডার গোলে এগিয়ে গেল মোহনবাগান।

২৫ মিনিট: গোলশূন্য ইস্টবেঙ্গল-নেরোকা ও মোহনবাগান-গোকুলাম ম্যাচ।

বক্সের ডান দিক থেকে শট নিয়েছিলেন চেঞ্চো। কার্দোজোর হাত থেকে ছিটকে আসা বল পেয়েও ধরতে পারেননি সাঙ্গওয়ান। ফিরতি বলে ওপোকুর শট চলে যায় গোলে।

১৫ মিনিট: মিনার্ভাকে গোল করে এগিয়ে দিলেন আসিয়েডু।

১০ মিনিট: তিন ম্যাচই গোল শূন্য।

খেলা শুরু তিন ভেন্যুতেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE