Advertisement
২০ এপ্রিল ২০২৪
Sports News

বিরাটের হয়ে ব্যাট ধরলেন ইয়ান চ্যাপেল

ছ’মাস ধরে বাক্যালাপ বন্ধ ছিল কোচ-অধিনায়কের মধ্যে। সম্পর্কের অবনতি যে অনেকটাই হয়েছিল তা প্রমাণ পাওয়া যায় বিসিসিআই হঠাৎ করে নতুন কোচের খোঁজ শুরু করায়। যা ভাল ভাবে নিতে পারেননি কুম্বলে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ২২:৩৭
Share: Save:

অনেকেই পাশে দাঁড়িয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন অনিল কুম্বলের ভারতীয় কোচের দায়িত্ব ছাড়ার পিছিয়ে অধিনায়ক কোহালিকেই দায় করা হচ্ছে। রবিবার বিরাটের হয়ে ব্যাট ধরেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। আর তাঁর সুরে সুর মিলিয়েই বিরাটের পাশে দাঁড়ালেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর মতে, একজন ক্যাপ্টেন সব থেকে ভাল দল চালাতে পারেন। তাঁর পিছনে যদিও বেশ শক্তিশালী যুক্তিও দিয়েছেন তিনি। বলেন, ‘‘অধিনায়ক একমাত্র যে একটি আন্তর্জাতিক দলকে সঠিক পদ্ধতিতে চালাতে পারে। কারণ, অধিনায়ককে সব থেকে বেশি মাঠের মধ্যে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়।’’

আরও খবর: কোচ প্রসঙ্গে এ বার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ছ’মাস ধরে বাক্যালাপ বন্ধ ছিল কোচ-অধিনায়কের মধ্যে। সম্পর্কের অবনতি যে অনেকটাই হয়েছিল তা প্রমাণ পাওয়া যায় বিসিসিআই হঠাৎ করে নতুন কোচের খোঁজ শুরু করায়। যা ভাল ভাবে নিতে পারেননি কুম্বলে। বোঝাই যাচ্ছে দু’জনের মতের অমিল ও সিদ্ধান্তগত সমস্যা দেখা দিয়েছিল। চ্যাপেল বলেন, ‘‘অধিনায়ককে খুব শক্ত মনের হতে হয় আর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা থাকতে হয়। কিন্তু এমন কাউকে যদি তার সামনে নিয়ে আসা হয় যার একই রকম মানসিকতা তা হলে তো সমস্যা হবেই। অধিনায়কের সব থেকে ভাল উপদেষ্টা তাঁর সহ-অধিনায়ক হয়। সঙ্গে উইকেটকিপার ও এক, দু’জন সিনিয়র প্লেয়ার। কারণ তারা মাঠের মধ্যে থাকে ওরাই সব থেকে ভাল জানে সেই মুহূর্তে কী সিদ্ধান্ত নিতে হবে।’’

চ্যাপেল যে শুধু বিরাটের পাশে দাঁড়িয়েছেন এমন নয়। তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অজিঙ্ক রাহানেকেও। তিনি বলেন, ‘‘ভারতীয় ক্রিকেট খুব ভাগ্যবাণ। তাদের কাছে বিরাট কোহালির মতো যোগ্য অধিনায়ক রয়েছে সঙ্গে রয়েছে অজিঙ্ক রাহানের মতো একজন যে অধিনায়কের পাশে দাঁড়াতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE