Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরা ভারত

এ দিন প্রথমে ব্যাট করে চল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। জবাবে দশ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিলেন সুনীল রমেশরা। ১৯৮৫ সালে শেষবার দৃষ্টিহীনদের এশিয়া কাপ জিতেছিল ভারত। তার পরে ২০১৮ সালে আবার ট্রফি এল ভারতে।

বিশ্বকাপ জিতে ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারেরা। ছবি: টুইটার

বিশ্বকাপ জিতে ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারেরা। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ০৪:১৭
Share: Save:

দৃষ্টিহীনদের বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। শনিবার সংযুক্ত আরব আমিরশাহিতে সুনীল রমেশের ৯৩ রানের লড়াকু ইনিংসের কারণেই তাদের প্রতিদ্বন্দ্বিদের দু’উইকেটে হারাতে পেরেছে ভারত।

ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরে দেশের ক্রীড়ামহল থেকে আসতে থাকে একের পর এক অভিনন্দন বার্তা। দক্ষিণ আফ্রিকা থেকেও এসেছে সে রকম বার্তা। ভারতের হেড কোচ রবি শাস্ত্রী থেকে শুরু করে হার্দিক পাণ্ড্য, টুইট করেছেন অনেকেই। শাস্ত্রী লিখেছেন, ‘ছেলেরা দুরন্ত পারফর্ম করেছে। সাহসী মানসিকতার জয়। দারুণ।’ হার্দিকের টুইট, ‘‘বিশ্বকাপ জেতার জন্য তোমাদের অনেক শুভেচ্ছা। দেশের প্রত্যেকে তোমাদের জন্য গর্বিত।’

অভিনন্দন বার্তা এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও। তিনি লিখেছেন, ‘২০১৮ সালের দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নদের আমি শুভেচ্ছা জানাই। ওদের এই প্রচেষ্টা দেশকে গর্বিত করেছে। তারই সঙ্গে দেশের প্রত্যেককে অনুপ্রাণিতও করেছে। তোমরাই সত্যিকারের চ্যাম্পিয়ন।’

বিশ্বকাপ জেতার পরে টুইট করেছেন হরভজন সিংহও। তিনি লিখেছেন, ‘ভারতীয় দলের অসাধারণ জয়। বিশ্বকাপ জেতার জন্য শুভেচ্ছা।’

এ দিন প্রথমে ব্যাট করে চল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। জবাবে দশ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিলেন সুনীল রমেশরা। ১৯৮৫ সালে শেষবার দৃষ্টিহীনদের এশিয়া কাপ জিতেছিল ভারত। তার পরে ২০১৮ সালে আবার ট্রফি এল ভারতে।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল বিরাট কোহালির ভারতকে। এ বার পাকিস্তানের অন্য এক দলকে হারিয়ে এল বিশ্বকাপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blind Cricket World Cup Cricket India vs Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE