Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিরাটদের ব্যাটিংকে বিপজ্জনক বলছেন স্মিথই

পাঁচ দিন পরে যাদের বিরুদ্ধে আসল লড়াইয়ে নামতে চলেছেন স্টিভ স্মিথরা, তাঁদের ভিতি ক্রমশ ছড়িয়ে পড়ছে তাঁদের শিবিরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৪:১৫
Share: Save:

ভারত সফরের শুরুতেই চুটিয়ে ম্যাচ প্র্যাকটিস সেরে নিলেন ঠিকই। কিন্তু পাঁচ দিন পরে যাদের বিরুদ্ধে আসল লড়াইয়ে নামতে চলেছেন স্টিভ স্মিথরা, তাঁদের ভিতি ক্রমশ ছড়িয়ে পড়ছে তাঁদের শিবিরে।

মঙ্গলবার চিপকে প্রস্তুতি ম্যাচে সবচেয়ে বড় ও বিধ্বংসী ইনিংস (৬০ বলে ৭৬) খেলা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এ দিন বলেন, ‘‘এই সিরিজে আমাদের প্রচুর রান করতে হবে।’’ চারটি বাউন্ডারি ও পাঁচটা ছয় মারা স্টয়নিস দলকে ১০৩ রানে জিতিয়ে বলেন, ‘‘ভারতের প্রতিটি ব্যাটসম্যানই বিপজ্জনক। প্রত্যেকেই এক একজন গ্রেট ব্যাটসম্যান। ওদের বিরুদ্ধে তিনশো নয়, অন্তত সাড়ে তিনশো করে তুলতে হবে প্রতি ম্যাচে। তা হলে হয়তো কিছুটা সুরক্ষিত থাকব আমরা।’’ তারই কিছুটা মহড়া সেরে রাখলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

বোর্ড প্রেসিডেন্ট একাদশ নামের যে দলটা চিপকে মঙ্গলবার নেমেছিল তাদের বিরুদ্ধে, তাকে অবশ্য ভারতের পাঁচ নম্বর দল বলা যায়। অজিরা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৪৭-৭ তোলে। বোর্ড দলের কোচ হেমাঙ্গ বাদানি অবশ্য এই উইকেটে এই রানটাকে অনেক বেশিই বলছেন। বিপক্ষকে ২৪৪ রানে অল আউট করে দেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:লড়াইয়ে ঋদ্ধির প্রেরণা এখন স্ত্রী

ডেভিড ওয়ার্নার ৪৮ বলে ৬৪ রান তোলেন। স্টিভ স্মিথ ৬৮ বলে ৫৫, ট্রাভিস হেড ৬৩ বলে ৬৫ ও ম্যাথু ওয়েড ২৪ বলে ৪৫ রান করেন। জবাবে ওপেনার বাংলার উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী ৫৪ বলে ৪৩, ময়ঙ্ক অগ্রবাল ৪৭ বলে ৪৩ ও অক্ষয় কার্নেকর ২৮ বলে ৪০ তুললেও শেষ রক্ষা হয়নি।

প্রস্তুতি ম্যাচে ভাল রান তুলতে পেরে খুশি স্টয়নিস বলেন, ‘‘ব্যাটসম্যানরা আজ ভাল রান পাওয়ায় আমাদের ভাল হয়েছে। পারিপার্শ্বিক অবস্থা আর পিচের সঙ্গে মানিয়ে কীরকম লেংথে বোলিং করতে হবে, সেটা এই ম্যাচে কিছুটা বুঝে নেওয়া গেল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE