Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sports News

১৯০-এ আউট ধবন, প্রথম টেস্টেই বড় রানের দিকে ভারত

ভারতীয় দলে ফিরে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন শিখর ধবন। বুধবার গলে ভারত-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তাঁর ঝকঝকে ১৯০ রানেই ইনিংস খেললেন তিনি।

ধবন আউট হওয়ার পর ভারতের হাল ধরলেন পূজারা। ছবি: রয়টার্স।

ধবন আউট হওয়ার পর ভারতের হাল ধরলেন পূজারা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
গল শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১০:২৩
Share: Save:

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেওয়া মাত্রই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি রবি শাস্ত্রী। গলের ধূসর পিচে বিরাট কোহালিরা খেলতে নামলেও আসলে ব্যাট করবেন তিনিই। প্রাক্তন কোচ অনিল কুম্বলের আমলেই টিম ইন্ডিয়া আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল। এ বার শাস্ত্রীর লক্ষ্য সেই জায়গাটা ধরে রাখা।

বুধবার তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন কোহালি। ভারতীয় দলে অভিষেক হয়েছে অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর।

আরও পড়ুন

আতঙ্কের সেই গলে পুনর্গঠনের চ্যালেঞ্জ

ভারতীয় দলে ফিরে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন শিখর ধবন। বুধবার গলে ভারত-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তাঁর ঝকঝকে ১৯০ রানেই ইনিংস খেললেন তিনি। প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে চেতেশ্বর পূজারার সঙ্গে জুটিতে ২৫৩ রান উঠল। চা-পানের বিরতিতে ভারতের রান ২৮১-২।

ভারতকে স্বস্তি দিলেন পূজারা-ধবন জুটি। ছবি: রয়টার্স।

নুয়ান প্রদীপের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন ধবন। ধবনের মতোই বিপজ্জনক দেখাচ্ছে পূজারাকে। চায়ের বিরতির আগে পর্যন্ত তাঁর রান অপরাজিত ৭৫।

এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহালি। ওপেন করে এসে মাত্র ১২ রানেই প্রদীপের বলে আউট হয়ে ফিরে যান অভিনব মুকুন্দ। পূজারা ও ধবনের বড় পার্টনারশিপের জেরেই এখন বড় রানের দিকে এগোচ্ছে ভারত।প্যাভেলিয়নে ফিরেছেন বিরাট কোহালিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE