Advertisement
১৯ এপ্রিল ২০২৪
India vs Sri Lanka

৬ উইকেট হাতে নিয়েই ভারতকে প্রায় ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা

১৭২ রানে প্রথম ইনিংস শেষ করে কিছুটা ম্যাচে ফিরল ভারত। এ বার লাকমলদের পাল্টা জবাব দেওয়ার পালা শামি, উমেশ, ভুবনেশ্বরদের।

শ্রীলঙ্কা ইনিংয়ের অন্যতম কাণ্ডারী অ্যাঞ্জেলো ম্যাথুজ, পাশে অধিনায়ক দীনেশ চন্ডিমল। ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কা ইনিংয়ের অন্যতম কাণ্ডারী অ্যাঞ্জেলো ম্যাথুজ, পাশে অধিনায়ক দীনেশ চন্ডিমল। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ১১:৪৭
Share: Save:

শেষ হল তৃতীয় দিনের খেলা। দিনের শেষে শ্রীলঙ্কা ১৬৫/৪ (৪৫.৪)। ১৩ রান করে ক্রিজে আছেন দীনেশ চন্ডিমল এবং ১৪ রান করে অপরাজিত নিরোশন ডিকবেলা। ভারতের হয়ে দু'টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব।

• ৩৯ ওভারে শ্রীলঙ্কা ১৩৮/৪।

• ৫২ রান করে আউট হলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

• ৩৮ ওভারে শ্রীলঙ্কা ১৩৮/৩।

• উইকেট হারাল শ্রীলঙ্কা। ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন থিরিমানে।

• ৫০ রানের গণ্ডি টপকালেন থিরিমানে।

• ২৭ ওভারে শ্রীলঙ্কা ১০৯/২।

• ১০০ রানের গণ্ডি টপকাল শ্রীলঙ্কা।

• ১৬ ওভারে শ্রীলঙ্কা ৬৪/২।

• পর পর দু'উইকেট হারালেও ম্যাচে নিয়ন্ত্রণ বজায় রেখেছে শ্রীলঙ্কা

• ৭ ওভারে শ্রীলঙ্কা ৩৪/২।

• ভুবনেশ্বর কুমারের বলে আউট হলেন সমরউইক্রম(২৩)।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ভুবনেশ্বর কুমারের বলে এলবিডাব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরলেন করুণারত্নে(৮)

• প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ৪ ওভারে শ্রীলঙ্কা ২৯/০।

• দারুণ শুরু শ্রীলঙ্কার

• ভারতের ১৭২ রানকে সামনে রেখে প্রথম ইনিংসে ব্যাট হাতে মাঠে নামল শ্রীলঙ্কা।

চেতেশ্বর পূজারাকে আউট করে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস।—নিজস্ব চিত্র।

সুইং, বাউন্স, পেসে যেন সাবাইনা পার্ক। শুক্রবারের ইডেন দেখেছিল চেতেশ্বর পূজারার মরিয়া লড়াই। আর শনিবার দেখা গেল লোয়ার মিডল আর টেল এন্ডারদের মরিয়া লড়াই। যার জেরে ১৭২ রানে প্রথম ইনিংস শেষ করে কিছুটা ম্যাচে ফিরল ভারত। এ বার লাকমলদের পাল্টা জবাব দেওয়ার পালা শামি, উমেশ, ভুবনেশ্বরদের।

গতকালের রানের সঙ্গে মাত্র ৫ রান যোগ করে সকালেই আউট হন পূজারা। গামাগের বলে বোল্ড হন তিনি। ৭৯ রানে ৬ উইকেট যাওয়ার পরই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন টেল এন্ডাররা। ঋদ্ধি, জাডেজা, শামিদের ব্যাট থেকে এল মুল্যবান পার্টনারশিপ। ঋদ্ধি করলেন ২৯, জাডেজা ২২, শামি ২৪।

তৃতীয় দিনে ভারতের স্কোর কার্ড:

চেতেশ্বর পূজারা- বল গামাগে- ৫৩(১১৭)

ঋদ্ধিমান সাহা- ক্যাচ ম্যাথুজ- বল পেরেরা- ২৯(৮৩)

রবীন্দ্র জাডেজা- এলবিডাব্লু- বল পেরেরা- ২২(৩৭)

ভুবনেশ্বর কুমার- ক্যাচ ডিকবেলা- বল লকমল- ১৩(১৭)

মহম্মদ শামি- ক্যাচ শনকা- গামাগে- ২৪(২২)

উমেশ যাদব- নট আউট- ৬(৮)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

india Sri Lanka Eden Gardens Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE