Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India

ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা টুইট, দেখুন ভিডিও

শিখর ধবন থেকে বীরেন্দ্র সহবাগ সকলেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন দেশবাসীকে।

বীরেন্দ্র সহবাগ। ছবি: সহবাগের টুইটার সৌজন্যে।

বীরেন্দ্র সহবাগ। ছবি: সহবাগের টুইটার সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ১৯:৪৬
Share: Save:

বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটার— স্বাধীনতা দিবসের সকালে সকলেই শুভেচ্ছা জানালেন দেশবাসীকে। শুরুটা হয় বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা বীরেন্দ্র সহবাগের টুইট দিয়ে। দিনের শুরুতেই টুইট করে বীরু লেখেন, “আজ দেশের প্রতিটি মানুষকে সম্মান জানানোর দিন। আশা করি, এ বার আমরা দারিদ্র ও ঘৃণা থেকে স্বাধীনতা পাব।”

আরও পড়ুন: ধোনির পরিবর্ত খুঁজতে বলে টুইটারে ট্রোলড প্রসাদ

আরও পড়ুন: সিরিজ জিতে শুভেচ্ছা জোয়ারে ভাসলেন বিরাটরা

এ দিন দেশবাসীকে শুভেচ্ছা জানান রবিচন্দ্রন অশ্বিনও। তিনি লেখেন “আমরা এখন ৭০এ পড়লাম। দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।” & &

এ দিন দেশবাসীকে শুভেচ্ছা জানান রবিচন্দ্রন অশ্বিনও। তিনি লেখেন “আমরা এখন ৭০এ পড়লাম। দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।” & &

এ দিন দেশবাসীকে শুভেচ্ছা জানান রবিচন্দ্রন অশ্বিনও। তিনি লেখেন “আমরা এখন ৭০এ পড়লাম। দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।” & &

টুইটারে দেশবাসীকে স্বধীনতা দিবসের শুভেচ্ছা জানান রোহিত শর্মা এবং শিখর ধবন। রোহিত লেখেন, “যাঁরা আমাদের ভবিষ্যতকে সুন্দর করার জন্য আত্মবলিদান দিয়েছেন, তাঁদের আমার সালাম।”

শিখর লেখেন, “সকলকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা। জাতীয় স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ধন্য লাগছে। জয় হিন্দ।”

এই সময়ের ক্রিকেটারদের মতো প্রাক্তনীরাও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মহম্মদ কাইফ টুইটারে লেখেন,“এই মহান মাটিতে জন্মাতে পেরে গর্ব অনুভব হচ্ছে। আশা করি আমাদের পতাকা এই রকমই চিরকাল মাথা উঁচু করে থাকবে। যারা এই স্বাধীনতাকে বাস্তবায়িত করেছেন তাঁদের সকলকে প্রণাম।”

স্বাধীনতা দিবস উপলক্ষে এ দিন একটি ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে এ দিন জাতীয় পতাকা উত্তোলন করেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE