Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তরুণদের জন্য বড় সুযোগ, মত সহবাগের

নিজের বক্তব্য জোরালো করতে সহবাগ টেনে এনেছেন ভারতীয় দলের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং ইউসুফ পাঠান-কে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ০৪:৪২
Share: Save:

গোটা বিশ্বের অনামি প্রতিভাদের ক্রিকেটের বৃহত্তর মঞ্চে তুলে আনার টুর্নামেন্ট হল আইপিএল। বলছেন, প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ।

নিজের বক্তব্য জোরালো করতে সহবাগ টেনে এনেছেন ভারতীয় দলের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং ইউসুফ পাঠান-কে। তরুণ জোরে বোলার মহম্মদ সিরাজের নামও তুলেছেন তিনি। শুধু দেশ নয়। বিদেশের প্রসঙ্গ টেনে সহবাগ নাম করেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েলের।

বীরুর কথায়, ‘‘আইপিএল হল এমন একটা টুর্নামেন্ট যেখানে খেলে অনামী ভারতীয় ক্রিকেট প্রতিভাদের কাছে জাতীয় দলের দরজা খুলে গিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে খেললে যেখানে জাতীয় দলে ঢুকতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগত, সেখানে আইপিএলে এক মরসুম ভাল খেলেই পরের মরসুমেই জাতীয় দলে অনেককেই ঢুকে যেতে দেখেছি।’’

উদাহরণ দিতে গিয়ে সহবাগ টেনে এনেছেন মহম্মদ সিরাজ, বাসিল থাম্পিদের কথা। বলছেন, ‘‘রবীন্দ্র জাডেজা, ইউসুফ পাঠান-রা আইপিএল খেলেই জাতীয় দলে থিতু হয়েছে। একই কথা প্রযোজ্য মহম্মদ সিরাজ, বাসিল থাম্পিদের ক্ষেত্রেও।’’

সহবাগ এর পরেই বিদেশের উদাহরণ দিয়ে বলেন, ‘‘ডেভিড ওয়ার্নার প্রথমে আইপিএল খেলেছে। তার পরে খেলেছে ওর দেশ অস্ট্রেলিয়ার হয়ে। গ্লেন ম্যাক্সওয়েলও তাই।’’ আর তাঁর নিজের ক্ষেত্রে? এ ক্ষেত্রে সহবাগ উত্তর দিয়েছেন তাঁর নিজের মেজাজেই। তাঁর কথায়, ‘‘আইপিএল আমাকে আর্থিক ভাবে অনেক উন্নত জায়গায় নিয়ে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virender Sehwag Cricket IPL 2018 IPL 11
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE