Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

আইএসএল-এর ফাইনাল কলকাতায়, ওপেনিং ম্যাচ সরে গেল কোচিতে

২০১৪র অক্টোবর থেকে এই কলকাতার মাঠ থেকেই শুরু হয়েছিল আইএসএল-এর পথ চলা। সেই সময় যুবভারতীতে হয়েছিল বিরাট জলসা। কিন্তু কখনও ফাইনাল হয়নি কলকাতায়। কলকাতা দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হলেও ঘরের মাঠে ফাইনাল খেলা হয়নি তাদের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ২১:০৭
Share: Save:

১৭ নভেম্বর অ্যাটলেটিকো কলকাতা বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দিয়ে কলকাতায় শুরু হওয়ার কথা ছিল চতুর্থ আইএসএল। কিন্তু ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালের সাফল্য দেখে আইএসএল-এর ফাইনালও কলকাতায় করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যে কারনে ওপেনিং ম্যাচ চলে যাচ্ছে কোচিতে। যার ফলে কলকাতা প্রথমে অ্যাওয়ে ম্যাচ খেলবে কোচির মাঠে। আর আগের ফিক্সচার অনুযায়ী ৯ ফেব্রুয়ারি ২০১৮তে কোচিতে খেলতে যাওয়ার কথা ছিল কলকাতার। সেই ম্যাচটি হবে কলকাতায়। বাকি পুরো ফিক্সচারই অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুন

এ বার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফিফার প্রশ্নের মুখে এআইএফএফ

আইসিসির নিয়ম মেনেই ডাগ আউটে ওয়াকি টকি ব্যবহার বিরাটের

২০১৪র অক্টোবরে এই কলকাতার মাঠ থেকেই শুরু হয়েছিল আইএসএল-এর পথ চলা। সেই সময় যুবভারতীতে হয়েছিল বিরাট জলসা। কিন্তু কখনও ফাইনাল হয়নি কলকাতায়। কলকাতা দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হলেও ঘরের মাঠে ফাইনাল খেলা হয়নি তাদের। তাই এ বার কলকাতাকে ফাইনাল উপহার দিল আইএসএল কর্তৃপক্ষ। ১৭ মার্চ (শনিবার) ২০১৮তে হবে আইএসএল-এর ফাইনাল। এ বার চার মাস ধরে চলবে আইএসএল। বৃহস্পতিবার প্রেস রিলিজ দিয়ে এই সূচি পরিবর্তনের কথা জানিয়ে দিল আইএসএল কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE