Advertisement
২০ এপ্রিল ২০২৪

আইএসএল প্রসঙ্গ উঠলই না মোহনবাগানের সভায়

আইএসএলের ফ্র্যাঞ্চাইজিরা যে ভাবে অনলাইনে টিকিট বিক্রি করে, মোহনবাগানে কেন সেই আধুনীকিকরণ হয়নি ঘুরিয়ে সেই প্রশ্ন তোলেন এক সদস্য। গত ছয় মাস ধরে চেষ্টা করেও ক্লাব কেন আই এস এল না খেলে আই লিগ খেলছে, তা নিয়ে কোনও প্রশ্ন এ দিন তোলেননি কোনও সদস্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৫:২০
Share: Save:

আলো এবং আঁধারের বদল হতে চলেছে ময়দানের দুই প্রধানে।

এ বছর ইস্টবেঙ্গল জার্সিতে দীর্ঘ দিনের মূল স্পনসর আদৌ থাকবে কী না তা নিয়ে ময়দান জুড়ে সংশয়। লাল-হলুদ কর্তারা ওই পানীয় কোম্পানির লোক-জনকে নতুন মরসুমের জন্য টাকা দিতে রাজি করাতে বেঙ্গালুরুতে যাবেন বলে ঠিক করেছেন। সময় চেয়েছেন দেকা করার।

পড়শি ক্লাবে যখন কর্তাদের চোখে-মুখে উদ্বেগ এবং আঁধার তখন প্রায় সাড়ে তিন বছর স্পনসরহীন থাকার পর মোহনবাগানে ফিরতে চলেছে আলোয়। শনিবার বিকেলে ক্লাবের সাধারণ সভার পর পদত্যাগী প্রেসিডেন্ট টুটু বসু বলে দিলেন, ‘‘যুব প্রজন্মের হাতে ক্লাব ছেড়ে দিতে চাইছি। আমি কী সারাজীবন টাকা দেব? এ বার ক্লাব নিজের পায়ে ফের দাঁড়াবে। একাধিক স্পনসর পেয়েছে মোহনবাগানে। কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে।’’ পাশাপাশি তাঁর প্রতিশ্রুতি, ‘‘মোহনবাগান আইএসএলেই খেলবে। বেশিদিন অপেক্ষা করতে হবে না।’’ বহুদিন আগে পদত্যাগের চিঠি দিলেও এখনও টুটুবাবুর পদত্যাগ নিয়ে মোহনবাগানে চলছে নানা নাটক। এ দিনও তা অব্যহত ছিল। সভায় দেরিতে উপস্থিত হয়ে তিনি নাটকীয়ভাবে বসে ছিলেন সাধারণ সদস্যদের সঙ্গেই। মঞ্চে ওঠেননি। সেখান থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গীতে নানা কথা বলেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে জানিয়ে দেন, ‘‘আমি প্রেসিডেন্ট পদে আর ফিরছি না। আমার এ বারের চিঠিটা কোনও নাটকও নয়।’’

গত ছয় মাস ধরে চেষ্টা করেও ক্লাব কেন আই এস এল না খেলে আই লিগ খেলছে, তা নিয়ে কোনও প্রশ্ন এ দিন তোলেননি কোনও সদস্য। ক্লাবের সদস্য চাঁদা সামান্য বাড়িয়ে পাঁচশো টাকা করা নিয়ে বিতর্ক হলেও কেউ তোলেননি আইএসএল বা আই লিগ প্রসঙ্গ। যা বেশ চমকপ্রদ।

তবে আইএসএলের ফ্র্যাঞ্চাইজিরা যে ভাবে অনলাইনে টিকিট বিক্রি করে, মোহনবাগানে কেন সেই আধুনীকিকরণ হয়নি ঘুরিয়ে সেই প্রশ্ন তোলেন এক সদস্য। দাবি করেন, সদস্যকার্ড নবীকরনের সময় আই লিগের সব ম্যাচের টিকিট বিক্রি হোক একসঙ্গে। এবং আন লাইনে। এক সদস্য দাবি তোলেন, মোহনবাগান দিবসে লেসলি ক্লডিয়াস বা জয়দীপ মুখোপাধ্যায়ের মতো ক্লাবের জার্সিতে খেলা হকি বা টেনিস খেলোয়াড়দের জীবনকৃতি সম্মান দেওয়া হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISL Mohun Bagan Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE