Advertisement
২০ এপ্রিল ২০২৪
ISL 4

গোলশূন্য ড্র দিয়ে শুরু হল চতুর্থ মরসুমের আইএসএল

আইএসএলের চতুর্থ সংস্করণের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স এবং এটিকে। গতবারের দুই ফাইনালিস্টের ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটতে শুরু করেছে ‘গডস ওন কান্ট্রি'।

ম্যাচের মাঝে ইয়ান হিউমকে ঘিরে এটিকের ফুটবলাররা।ছবি: আইএসএল।

ম্যাচের মাঝে ইয়ান হিউমকে ঘিরে এটিকের ফুটবলাররা।ছবি: আইএসএল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ১৯:০০
Share: Save:

• তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।

• কর্নার পেল কেরল।

• ম্যাচের শেষ মিনিটে গোলের পথ খুঁজে পেতে মরিয়া দুই দল।

• ৮১ মিনিট: কৌরাজ পেকুসনের পরিবর্তে মাঠে নামলেন জ্যাকিচাঁদ সিংহ।

• ৮০ মিনিট: খেলোয়াড় পরিবর্তন করল কেরল ব্লাস্টার্স। সিকে বিনীথের পরিবর্তে মাঠে নামলেন প্রশান্ত কারুথাদাথকুনি

• ৭৪ মিনিট: রুপাট ননগ্রুমের পরিবর্তে মাঠে নামলেন বিপিন সিংহ।

• সহজ সুযোগ নষ্ট করল এটিকের।

• ৬৭ মিনিট: প্রতি আক্রমণে কেরল। জর্ডি মন্টেলের দুর্দান্ত ডিফেন্ডিং।

• কর্নার কিক কাজে লাগাতে পারল না কেরল ব্লাস্টার্স।

• ৬২ মিনিট: খেলোয়াড় পরিবর্তন করল কলকাতা। জাজি কুকির পরিবর্তে মাঠে নামলেন রবিন সিংহ।

• ৬০ মিনিট: খেলোয়াড় পরিবর্তন করল কেরল ব্লাস্টার্স। হিউমের পরিবর্তে মাঠে নামলেন মার্ক সিফনিয়স।

• ৫৮ মিনিট: দুর্দান্ত সেভ করলেন পল রাচুবকা।

• সমানে সমানে লড়াই চালাচ্ছে দুই দলই।

• কর্নার পেল কলকাতা

• ৫০ মিনিট: সহজ সুযোগ হারালেন সিকে বিনীথ।

• শুরু থেকেই আক্রমণে কেরল ব্লাস্টার্স।

•৪৫ মিনিট: শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

• শেষ হল প্রথমার্থের খেলা।

• প্রথমার্ধে নির্ধারিত সময়ের খেলা শেষ। দু'মিনিট অতিরিক্ত সময়।

• ৪৩ মিনিট: পুরনো বিরুদ্ধে দুরন্ত খেলছেন ইয়ান হিউম।

• ডিফেন্সিভ লাইনে শক্তি বাড়াচ্ছে কলকাতা।

• ৪০ মিনিট: ফের এক বার কেরলের গোলমুখি আক্রমণ।

• আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠেছে খেলা।

• কর্নার পেল কলকাতা।

• দুরন্ত লড়াই চালাচ্ছেন দুই দলের ফুটবলাররা।

• ম্যাচের ৩০ মিনিট অতিক্রান্ত।

• ২৮ মিনিট: আক্রমণে কেরল ব্লাস্টার্স, কিন্তু সচেতন কলকাতা ডিফেন্স।

• ফ্রি-কিক কাজে লাগাতে ব্যর্থ কলকাতা।

• ২৩ মিনিট: ফ্রি-কিক পেল কলকাতা।

• দারুণ ভাবে ম্যাচে ফিরছে কলকাতা।

• ১৩ মিনিট: সহজ সুযোগ মিস করলেন হিতেশ শর্মা।

• ১২ মিনিট: বল পজিশন

এটিকে:৬৬%, কেরল ব্লাস্টার্স: ৩৪।

• ধীরে ধীরে ম্যাচে ফিরছে এটিকে।

• ম্যাচের ১০ মিনিট অতিক্রান্ত।

• ৭ মিনিট: কর্নার পেল এটিকে।

• ৫ মিনিট: আক্রমণে উঠছেন কেরলের ফুটবলাররা।

• ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে কেরল ব্লাস্টার্স।

• শুরু হল ২০১৭-১৮ মরসুমের আইএসএল।

• উদ্বোধনী অনুষ্ঠানে হাজির সলমন খান এবং ক্যাটরিনা কইফ। উপস্থিত কেরল মালিক সচিন তেন্ডুলকর।

• শুরু হল আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠান।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তার পরই ঢাকে কাঠি পড়ে যাবে ভারতীয় ফুটবলের অন্যতম তারকাখচিত টুর্নামেন্ট আইএসএলের। আইএসএলের চতুর্থ সংস্করণের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স এবং এটিকে। গতবারের দুই ফাইনালিস্টের ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটতে শুরু করেছে ‘গডস ওন কান্ট্রি'। হাইভোল্টেজ এই ম্যাচের আগে ভর্তি কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE