Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ফুটবলারদের সতর্ক করে দিলেন লো

সোচিতে বুধবার সাংবাদিক বৈঠকে মেক্সিকো কোচ খোলাখুলি বলেছেন, ‘‘৩০ বছর বয়সে হৃদরোগের চিকিৎসক হওয়ার জন্য পড়াশোনা শুরু করা ব্যক্তির চেয়ে অনেক বেশি জানে ২১ বছরের ছাত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ০৫:২৭
Share: Save:

তারুণ্য বনাম অভিজ্ঞতা!

২০১৮ বিশ্বকাপে দল গঠনের জন্য জার্মানি কোচ জোয়াকিম লো টমাস মুলার, টোনি ক্রুসের মতো তারকাদের কনফেডারেশন্স কাপে বিশ্রামদের দিয়ে তারুণ্যের উপরেই জোর দিয়েছেন। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি দলে ফুটবলারদের গড় বয়স মাত্র ২৪। কিন্তু আঠারো বছর পরে কনফেডারেশন্স কাপ জিততে মেক্সিকোর অস্ত্র হাভিয়ার হার্নান্দেজের (চিচারিতো) মতো অভিজ্ঞ ফুটবলাররাই। তবে সেমিফাইনালের আগে জার্মানির একঝাঁক তরুণ ফুটবলারই উদ্বেগ বাড়াচ্ছে মেক্সিকো কোচ খুয়ান কার্লোস ওসোরিও-র।

সোচিতে বুধবার সাংবাদিক বৈঠকে মেক্সিকো কোচ খোলাখুলি বলেছেন, ‘‘৩০ বছর বয়সে হৃদরোগের চিকিৎসক হওয়ার জন্য পড়াশোনা শুরু করা ব্যক্তির চেয়ে অনেক বেশি জানে ২১ বছরের ছাত্র। কারণ, তার জরুরি অবস্থায় কাজ করার অভিজ্ঞতা অনেক বেশি থাকে। জার্মানি দলটাও সে রকম।’’ এমরে কান, জোসুয়া খিমিচ, জুলিয়ান ড্রাক্সলারের উদারণ দিয়ে তিনি বলেছেন, ‘‘ওদের বয়স কম ঠিকই। কিন্তু সকলেই অভিজ্ঞ। বুন্দেশলিগা, চ্যাম্পিয়ন্স লিগের মতো বিশ্বের সেরা টুর্নামেন্ট খেলেছে ওরা। তাই জার্মানিকে হাল্কা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।’’

আরও পড়ুন: বিশ্ব মঞ্চেও আইপিএল আলোড়ন

মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের আগে ফুটবলারদের সতর্ক করে দিয়ে লো বলেছেন, ‘‘অনুশীলনের পরে অনেক ফুটবলারই নিজেদের উদ্যোগে পেনাল্টি প্র্যাকটিস করে। কিন্তু তা করলে হবে না। পেনাল্টি প্র্যাকটিসেও সমান গুরুত্ব দিতে হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘২০১৬ ইউরো কাপের সময় ফুটবলারদের বলে দিয়েছিলাম, ট্রেনিংয়ের পরে নিয়মিত পেনাল্টি প্র্যাকটিসের জন্য বাড়তি সময় দিতে হবে। না হলে কিন্তু পেনাল্টি থেকে গোল করা সম্ভব নয়।’’

এক বছর আগে ইউরো কাপ সেমিফাইনালে টাইব্রেকারে ইতালিকে হারানোর উদাহরণ দিয়ে লো আরও বলেছেন, ‘‘ইতালির সিমোনে জাজা দারুণ স্ট্রাইকার। কিন্তু ও মাঠে নেমেছিল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। জাজা-র শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যেতেই আমরা জিতেছিলাম। প্রস্তুতির অভাবেই ব্যর্থ হয়েছিল ও।’’

মেক্সিকোর বিরুদ্ধে কনফেডারেশন্স কাপ সেমিফাইনালের প্রস্তুতিতে তাই কোনও ঝুঁকি নেননি জার্মান কোচ। অনুশীলনের পরে দীর্ঘক্ষণ তিমো ওয়ার্নার-দের পেনাল্টি প্র্যাকটিস করিয়েছেন। জার্মানি ও মেক্সিকো দু’দলই কনফেডারেশন্স কাপে এখনও পর্যন্ত অপরাজিত। ‘এ’ গ্রুপ থেকে দু’টো ম্যাচ জিতে ও একটি ড্র করে রানার্স হয়ে শেষ চারে পৌঁছেছে মেক্সিকো। একই ফল করেও ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি। বৃহস্পতিবার সোচিতে অন্যতম আকর্ষণ হতে চলেছে ওয়ার্নার-চিচারিতো দ্বৈরথও।

২১ বছর বয়সি জার্মান স্ট্রাইকারকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা বলা শুরু হয়ে গিয়েছে। কনফেডারেশন্স সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা চিচারিতোর চেয়ে ওয়ার্নারকেই অনেকে এগিয়ে রাখছেন। সেটাই মনে হয় মেক্সিকোর সর্বোচ্চ গোলদাতার অহঙ্কারে আঘাত দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। চিচারিতোর হুঙ্কার, ‘‘দু’বছর ধরে আমি বুন্দেশলিগায় খেলছি।’’

(২৯ জুন ২০১৭, বৃহস্পতিবার, এই প্রতিবেদনটি প্রকাশের সময় এতে দুটি তথ্যগত ত্রুটি ছিল। পাঠকদের ধন্যবাদ, তাঁরা সেই ত্রুটিগুলির প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। অনূর্ধ্ব-২১ ইউরো কাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে জার্মানি হেরে গিয়েছে বলে লেখা হয়েছিল। কিন্তু সেই ম্যাচে জার্মানিই জিতেছিল টাইব্রেকারে। এ ছাড়া চিচারিতো বার্সেলোনায় খেলেছেন বলে যা লেখা হয়েছিল তাও ঠিক নয়। এই অনিচ্ছাকৃত ত্রুটিগুলির জন্য আমরা দুঃখিত।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE