Advertisement
১৭ এপ্রিল ২০২৪

কোচকে ছেঁটেই ফেললেন আব্রাহাম

দলের এ পর্যন্ত খেলা সাতটি ম্যাচের মধ্যে জয় মাত্র একটিতে। দু’গোল দিয়ে বারো গোল হজম করেছে তারা। স্বভাবতই টিমের পারফরম্যান্সে খুশি ছিলেন না জন আব্রাহাম।

অসন্তুষ্ট: এ বারও টিমের পারফরম্যান্সে খুশি নন জন।

অসন্তুষ্ট: এ বারও টিমের পারফরম্যান্সে খুশি নন জন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০৪:৩৬
Share: Save:

কোচ পরিবর্তন চলছেই। আই লিগের এ বার টিমের পর এ বার কোচ বদলাল আইএসএল-এর টিমেও।

বুধবারই জন আব্রাহামের টিম নর্থইস্ট ইউনাইটেড দায়িত্ব থেকে সরিয়ে দিল তাদের পর্তুগিজ কোচ জোয়াও দে দিউস-কে। গুয়াহাটির দলটি যদিও বিদায়ী কোচের পরিবর্তে স্থায়ী কাউকে নিয়োগ করেনি এখনও পর্যন্ত। অস্থায়ী কোচ হিসেবে আপাতত নর্থইস্ট ইউনাইটেডের গোলকিপার কোচ জোসেফ সিডি-কেই কাজ চালিয়ে নিতে বলা হবে বলে খবর।

দলের এ পর্যন্ত খেলা সাতটি ম্যাচের মধ্যে জয় মাত্র একটিতে। দু’গোল দিয়ে বারো গোল হজম করেছে তারা। স্বভাবতই টিমের পারফরম্যান্সে খুশি ছিলেন না জন আব্রাহাম। সেই কারণেই কোচ বদলের এই সিদ্ধান্ত বলে মনে করছেন নর্থইস্ট ইউনাইটেডের কর্তাব্যক্তিরা। আগামী শনিবার ৬ জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে। ঘরের মাঠে সেই ম্যাচে অস্থায়ী কোচের তত্ত্বাবধানেই খেলতে নামবে গুয়াহাটির দলটি। তবে কোচ বদল হলেও এ বারও প্রথম চারে থেকে প্লে অফ ম্যাচে খেলা খুবই কঠিন জন আব্রাহামের দলের কাছে। কারণ সাত ম্যাচে দলের জয় মাত্র এক। এই পরিস্থিতিতে নতুন কোচের পরামর্শে নর্থইস্ট ইউনাইটেড কতটা ঘুরে দাঁড়াবে সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

John Abraham ISL 4 Football NorthEast United FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE