Advertisement
১৮ এপ্রিল ২০২৪

রাসেল নিয়ে উদ্বেগে নেই নাইটরা

কেকেআরের পরের ম্যাচ ২৭ এপ্রিল দিল্লির বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায়। টানা ছ’দিনের বিশ্রামে রাসেল আরও বেশি করে সেরে ওঠার সুযোগ পাবেন বলে মনে করছে কেকেআর শিবির।

পঞ্জাবের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রাসেলকে।

পঞ্জাবের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রাসেলকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ০৪:০০
Share: Save:

পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধেও সেই হ্যামস্ট্রিংয়েই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। তবে এ বারের আঘাত অতটা গুরুতর নয় আন্দ্রে রাসেলের। রবিবার ইডেনে ‘ধরিত্রী দিবস’ অনুষ্ঠানে এসে সে রকমই ইঙ্গিত দিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর। তিনি বলেন, ‘‘রাসেল একশো শতাংশ সুস্থ। পরের ম্যাচ থেকেই খেলবে।’’

কেকেআরের পরের ম্যাচ ২৭ এপ্রিল দিল্লির বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায়। টানা ছ’দিনের বিশ্রামে রাসেল আরও বেশি করে সেরে ওঠার সুযোগ পাবেন বলে মনে করছে কেকেআর শিবির। নাইট রাইডার্সের ব্যাটিং কোচ সাইমন ক্যাটিচ বললেন, ‘‘রাসেলের চোট অতটা গুরুতর নয়। সামান্য খোঁড়াচ্ছিল ঠিকই। দিল্লি ম্যাচের আগে ও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে।’’

ক্রিকেট খেলার বাইরে পরিবেশ রক্ষা নিয়েও উদ্যোগ নাইট শিবিরের। গতবারই বর্জ্য পুনঃব্যবহারের যন্ত্র বসানো হয়েছিল ইডেনে। এ বার বসানো হল একটি ‘কম্পোস্টার’। ম্যাচ শেষে বর্জ্য সংগ্রহ করে সেই যন্ত্রেই জমা করা হবে। সেখান থেকে তৈরি হবে সার। বর্জ্য পুনঃব্যবহার ব্যবস্থার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তাও দিলেন কেকেআরের অন্যতম কর্ত্রী জুহি চাওলা। চলতি মরসুমে একটি ম্যাচেও এখন পর্যন্ত দেখা যায়নি জুহিকে। এ দিনই প্রথম বার ইডেনে এসে তিনি বললেন, ‘‘এ বার প্লাস্টিকের ব্যবহার আমরা অনেক কমিয়ে দিয়েছি। আগের মতো কেকেআরের প্লাস্টিকের বেলুনও দেখতে পাবেন না। এর পিছনে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। পরের বার থেকে যাতে প্লাস্টিকের প্যাকেটে পানীয় জল না দেওয়া হয়, তার জন্য অনুরোধ করব সৌরভকে।’’ গত বার ইডেনে প্রত্যেক ছক্কার জন্য একটি করে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল কেকেআর।

উদ্যোগ: পরিবেশ রক্ষার বিশেষ বার্তা নিয়ে রবিবার ইডেনের সামনে হাজির জুহি চাওলা। নিজস্ব চিত্র

কেন আপনাকে মাঠে দেখা যাচ্ছে না? জানতে চাওয়া হলে জুহি বললেন, ‘‘একটি গুজরাতি সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই মাঠে আসতে পারিনি। কিন্তু আমার হৃদয় ঠিক কেকেআরের সঙ্গেই ছিল। পরের ম্যাচগুলোয় অবশ্যই ইডেনে আসার চেষ্টা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE