Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Robin Uthappa

আইপিএলে এই পাঁচ ক্রিকেটারকে ধরে রাখতে চাইবে কেকেআর

আর কয়েক মাস পরেই শুরু হবে একাদশ আইপিএলএল-এর নিলাম। তার আগে প্রতিটি দলের কাছেই সুযোগ আছে পাঁচ জন করে ক্রিকেটারকে ধরে রাখার। এক ঝলকে দেখে নেওয়া যাক আইপিএলের আসন্ন মরসুমে কাদের ধরে রাখা উচিৎ কলকাতা নাইট রাইডার্সের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৮
Share: Save:
০১ ০৬
গৌতম গম্ভীর: নাইটদের দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গৌতম। অসাধারণ অধিনায়কত্বের সঙ্গে তাঁর ওপেনিংও বড় ভরসা কেকেআরের।

গৌতম গম্ভীর: নাইটদের দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গৌতম। অসাধারণ অধিনায়কত্বের সঙ্গে তাঁর ওপেনিংও বড় ভরসা কেকেআরের।

০২ ০৬
রবিন উথাপ্পা: শুধু উইকেটরক্ষক হিসেবেই নয়, ব্যাট হাতেও কেকেআরকে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন রবিন। ফলে এই মরসুমেও এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে দলে রাখতে চাইবে কেকেআর।

রবিন উথাপ্পা: শুধু উইকেটরক্ষক হিসেবেই নয়, ব্যাট হাতেও কেকেআরকে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন রবিন। ফলে এই মরসুমেও এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে দলে রাখতে চাইবে কেকেআর।

০৩ ০৬
ক্রিস ওকস: ইংল্যান্ডের এই অলরাউন্ডারের দিকে নজর আছে অনেক আইপিএল দলেরই। কেকেআর ছাড়লেই নিলামে ওকসকে নিতে ঝাঁপাবে দলগুলি। এ বারেও তাই ওকসকে রেখেই সম্ভবত দল সাজাতে চাইবে কেকেআর।

ক্রিস ওকস: ইংল্যান্ডের এই অলরাউন্ডারের দিকে নজর আছে অনেক আইপিএল দলেরই। কেকেআর ছাড়লেই নিলামে ওকসকে নিতে ঝাঁপাবে দলগুলি। এ বারেও তাই ওকসকে রেখেই সম্ভবত দল সাজাতে চাইবে কেকেআর।

০৪ ০৬
কলিন ডি’গ্র্যান্ডহোম: বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম নিউজিল্যান্ডের গ্র্যান্ডহোম। দেশের জার্সির পাশাপাশি গত আইপিএল-এ কলকাতার হয়েও নজর কেড়েছিলেন এই বিদেশি। এই আইপিএল-এও গ্র্যান্ডহোমকে দলে রাখতে চাইবে কেকেআর টিম ম্যানেজম্যান্ট।

কলিন ডি’গ্র্যান্ডহোম: বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম নিউজিল্যান্ডের গ্র্যান্ডহোম। দেশের জার্সির পাশাপাশি গত আইপিএল-এ কলকাতার হয়েও নজর কেড়েছিলেন এই বিদেশি। এই আইপিএল-এও গ্র্যান্ডহোমকে দলে রাখতে চাইবে কেকেআর টিম ম্যানেজম্যান্ট।

০৫ ০৬
ইউসুফ পাঠান: গত মরসুমে সেভাবে রান না পেলেও টি২০ স্পেশালিস্ট হিসেবে পরিচিত ইউসুফ। যে কোনও দলের কাছে সম্পদ ‘বড়’ পাঠান। ফলে ইউসুফকে ছাড়ার আগে দু’বার ভাববে কেকেআর।

ইউসুফ পাঠান: গত মরসুমে সেভাবে রান না পেলেও টি২০ স্পেশালিস্ট হিসেবে পরিচিত ইউসুফ। যে কোনও দলের কাছে সম্পদ ‘বড়’ পাঠান। ফলে ইউসুফকে ছাড়ার আগে দু’বার ভাববে কেকেআর।

০৬ ০৬
উমেশ যাদব: টিম ইন্ডিয়ার পেস লাইনআপের অন্যতম সদস্য উমেশ। গত বছর আইপিএল-এও দুরন্ত খেলেছিলেন এই পেসার। ফলে এই মরসুমে দলে উমেশকে রেখেই দল সাজানো উচিত কেকেআর টিম ম্যামেজমেন্টের।

উমেশ যাদব: টিম ইন্ডিয়ার পেস লাইনআপের অন্যতম সদস্য উমেশ। গত বছর আইপিএল-এও দুরন্ত খেলেছিলেন এই পেসার। ফলে এই মরসুমে দলে উমেশকে রেখেই দল সাজানো উচিত কেকেআর টিম ম্যামেজমেন্টের।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE