Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বার্সেলোনাতেই থাকছেন মেসি, দাবি ক্লাব প্রধানের

নেমার হাতছাড়া হওয়ার ধাক্কা কাটিয়ে ফের স্বমহিমায় বার্সা। লা লিগায় জয়ের হ্যাটট্রিক সেরে লিগ টেবিলের এক নম্বরে মেসি-রা। প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সাত নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগেও দুরন্ত ফর্মে বার্সা। ক্যাম্প ন্যু-তে প্রথম ম্যাচে য়ুভেন্তাসকে ৩-০ উড়িয়ে দিয়েছে।

নায়ক: চুক্তি সই করেই বার্সাকে জেতাচ্ছেন মেসি। —ফাইল চিত্র।

নায়ক: চুক্তি সই করেই বার্সাকে জেতাচ্ছেন মেসি। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০০
Share: Save:

বার্সেলোনাতেই খেলবেন লিওনেল মেসি। লা লিগায় খেতাফের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সেরকমই দাবি করলেন ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ।

আগামী বছরের গ্রীষ্মে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির। গত জুলাইয়ে বার্সার তরফে ঘোষণা করা হয়েছিল, চার বছরের নতুন চুক্তিতে সই করতে রাজি হয়েছেন ফুটবল জাদুকর। সপ্তাহখানের মধ্যেই চুক্তিতে সই করে দেবেন মেসি। তার পরেও পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী তারকা চুক্তিতে সই না করায় তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) বার্সা ছাড়ার পরে তা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দাবি করেছিল, ম্যাঞ্চেস্টার সিটি-তে ফুটবল জাদুকরকে নিয়ে যেতে মরিয়া পেপ গুয়ার্দিওলা। যাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা, সেই মেসির কাছ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। যা আরও রহস্য বাড়িয়েছিল। শুক্রবার বার্সা প্রেসিডেন্টের মন্তব্যে ফুটবল বিশ্বে ফের ঝড় উঠল। স্প্যানিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বার্তেমেউ বলেছেন, ‘‘মেসি কোথাও যাচ্ছে না। ২০২১ পর্যন্ত বার্সেলোনাতেই খেলবে। ইতিমধ্যেই ওর বাবা চুক্তিতে সই করেছে। তাই মেসিকে নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই।’’ মেসি নিজে কি চুক্তিতে সই করেছেন? বার্তেমেউ-এর আশ্বাস, ‘‘এ বছরের শেষে যখন মেসি আনুষ্ঠানিক ভাবে আমাদের চুক্তিতে সই করবে, সেই ছবি প্রকাশ করা হবে।’’

আরও পড়ুন: ধবনের জায়গায় ওপেন করতে পারেন রাহানে

নেমার হাতছাড়া হওয়ার ধাক্কা কাটিয়ে ফের স্বমহিমায় বার্সা। লা লিগায় জয়ের হ্যাটট্রিক সেরে লিগ টেবিলের এক নম্বরে মেসি-রা। প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সাত নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগেও দুরন্ত ফর্মে বার্সা। ক্যাম্প ন্যু-তে প্রথম ম্যাচে য়ুভেন্তাসকে ৩-০ উড়িয়ে দিয়েছে। জোড়া গোল করে নায়ক সেই মেসি। শুধু তাই নয়। জিয়ানলুইজি বুফনের বিরুদ্ধে গোল করার স্বপ্নপূরণ হয়েছে আর্জেন্তিনীয় অধিনায়কের। এ বার লড়াই খেতাফের বিরুদ্ধে। ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলেছেন, ‘‘খেতাফের রক্ষণ প্রচণ্ড শক্তিশালী দল। ফলে আমাদের কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ঘরের মাঠে খেতাফে মরিয়া হয়ে খেলবে। ওদের প্রধান লক্ষ্যই থাকবে আমাদের খেলতে না দেওয়া।’’ পাশাপাশি তাঁর লক্ষ্য মেসি ও লুইস সুয়ারেজকে বিশ্রাম দেওয়া। কারণ, টানা ম্যাচ খেলছেন বার্সার দুই তারকা। ভালভার্দে বলেছেন, ‘‘চেষ্টা করছি ওরা যাতে বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। কারণ, মেসি ও সুয়ারেজ দু’জনেরই বয়স কিন্তু ৩০।’’ বার্সা ম্যানেজার যে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত ফুটবলারকেই খেলাতে চান তার ইঙ্গিতও দিয়েছেন।

নেমারের বিকল্প হিসেবে ওসুমানে দেম্বেলে-কে সই করিয়েছেন বার্সা কর্তারা। কিন্তু তাঁর পারফরম্যান্সে হতাশ ক্লাব সমর্থকরা। ভালভার্দে অবশ্য দেম্বেলের পাশেই দাঁড়ালেন। খেতাফের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘দেম্বেলে ধীরে ধীরে উন্নতি করছে। ওকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। আশা করছি, দেম্বেলে আমাদের হতাশ করবে না।’’

শুধু মেসি নন, আন্দ্রে ইনিয়েস্তাকে নিয়েও আশাবাদী বার্সা প্রেসিডেন্ট। এই বছরই স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বার্সার। বার্তেমেউ দাবি করেছেন, ‘‘ইনিয়েস্তা শুধু অসাধারণ ফুটবলার নয়, অন্যদের কাছে উদাহরণ। আমরা ওর এজেন্টের সঙ্গে আলোচনা শুরু করেছি। জানতে চেয়েছি, কত বছরের জন্য ও চুক্তি করতে চাইছে। মেসির মতো ইনিয়েস্তাকে নিয়েও আমরা দারুণ ভাবে আশাবাদী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE