Advertisement
১৭ এপ্রিল ২০২৪
তিন চাণক্য: দু’জন হারলেন, সোনার দৌড় পেপের

বিধ্বস্ত মোরিনহো-কন্তে, উচ্ছ্বাসহীন গুয়ার্দিওলা

রাহিম স্টার্লিংয়ের পাস থেকে কেভিন দ্য ব্রুইন গোল করেন ৬৮ মিনিটে। ম্যাচের সেরাও হন তিনি। ৮৯ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকেই গোল করেন আগুয়েরো।

আলো-আঁধারি: ম্যাচ হেরে চাপে মোরিনহো-কন্তে। লিগ খেতাব জয়ের দিকে  আরও এক ধাপ এগিয়ে গেলেন পেপ গুয়ার্দিওলা। ছবি: এএফপি, রয়টার্স

আলো-আঁধারি: ম্যাচ হেরে চাপে মোরিনহো-কন্তে। লিগ খেতাব জয়ের দিকে  আরও এক ধাপ এগিয়ে গেলেন পেপ গুয়ার্দিওলা। ছবি: এএফপি, রয়টার্স

নিজস্ব প্রতিবেদন’
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৫
Share: Save:

ম্যাঞ্চেস্টার সিটি-তে উৎসবের রাতে আঁধার নামল চেলসি ও ইউনাইটেড শিবিরে!

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) টেবলে সব চেয়ে নীচে এই মুহূর্তে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। বুধবার রাতে ঘরের মাঠে অবনমনের আতঙ্কে ভুগতে থাকা দলের বিরুদ্ধে গোল করে ১৯ মিনিটে ম্যান সিটি-কে এগিয়ে দেন ফের্নান্দো লুইস রোজা (ফির্মিনহো)। দ্বিতীয়ার্ধে কেভিন দ্য ব্রুইন-সের্জিও আগুয়েরোর যুগলবন্দিতে প্রিমিয়ার লিগ ট্রফির আরও কাছে সিটি।

রাহিম স্টার্লিংয়ের পাস থেকে কেভিন দ্য ব্রুইন গোল করেন ৬৮ মিনিটে। ম্যাচের সেরাও হন তিনি। ৮৯ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকেই গোল করেন আগুয়েরো।

ওয়েস্ট ব্রমউইচকে হারিয়ে ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল। সমসংখ্যক ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর এক ম্যাঞ্চেস্টার। অর্থাৎ সিটি-র চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে জোসে মোরিনহোর দল। আর তিন নম্বরে থাকা লিভারপুলের পয়েন্ট ২৫ ম্যাচে ৫০।

ফুটবল পণ্ডিতদের মতে প্রিমিয়ার লিগে ম্যান সিটি-র চ্যাম্পিয়ন হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু গুয়ার্দিওলা উচ্ছ্বাসে গা ভাসাতে রাজি নন। ওয়েস্ট ব্রমউইচের বিরুদ্ধে দুরন্ত জয়ের রাতেই সতর্ক করে দিয়েছেন ফুটবলারদের। ম্যান সিটি ম্যানেজার বলেছেন, ‘‘আমার মনে হয়, এই মরসুমে অন্যতম সেরা ম্যাচ খেললাম। কিন্তু আমরা প্রচুর গোলের সুযোগ নষ্টও করেছি। ভুল-ত্রুটি শুধরে নিতে না পারলে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে।’’ গুয়ার্দিওলা অবশ্য উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কেভিন দ্য ব্রুইনের। বলেছেন, ‘‘এই মরসুমে দুরন্ত ফর্মে কেভিন। ও অন্যদের কাছে উদাহরণ।’’

ম্যান ইউনাইটেড ম্যানেজার অবশ্য টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ০-২ হেরে ফের কাঠগড়ায় তুললেন ফুটবলারদের। ১১ সেকেন্ডে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান এরিকসেন। ৮১ হাজার ৯৭৮ জন দর্শকের সামনে সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের বিপর্যয়। ২৮ মিনিটে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন ম্যান ইউনাইটেডের ফিল জোন্স। ম্যাচের পর ক্ষুব্ধ মোরিনহো বলেছেন, ‘‘ম্যাচের শুরুতেই যে ভাবে গোল খেতে হয়েছে তা মেনে নেওয়া যায় না। এই গোলটার পরেই আমাদের ছন্দ নষ্ট হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় গোলটা আমাদের পুরোপুরি শেষ করে দেয়।’’ ম্যান ইউনাইটেড জার্সি গায়ে অভিষেক ম্যাচে ব্যর্থ অ্যালেক্সিস স্যাঞ্চেস-ও।

মোরিনহোর মতো অবশ্য ফুটবলারদের কাঠগড়ায় তোলেননি আর এক চাণক্য আন্তোনিও কন্তে। বোর্নমুথের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ বিধ্বস্ত হওয়ার পরে চেলসি ম্যানেজার বলেছেন, ‘‘যোগ্য দল হিসেবেই জিতেছে বোর্নমুথ। হারের জন্য আমি কোনও অজুহাত দিতে চাই না। মরসুমের বাকি ম্যাচগুলোয় লড়াই করার চেষ্টা করব।’’

ম্যাচের ৫১ মিনিটে গোল করে চেলসির বিরুদ্ধে বোর্নমুথকে এগিয়ে দেন ক্যালাম উইলসন। ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করেন জুনিয়র স্ট্যানিসলাস। তিন মিনিট পরে বোর্নমুথের হয়ে তৃতীয় গোল নাথান একে-র। ১৬ মিনিটে তিন গোল খেলেও ডিফেন্ডারদের সমালোচনা করেননি চেলসি ম্যানেজার। কন্তে বলেছেন, ‘‘আমার মনে হয় না, রক্ষণের ভুলেই গোল খেয়েছি। আগের ম্যাচটা এ রকম ভাবে খেলেই জিতেছিলাম আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE