Advertisement
১৮ এপ্রিল ২০২৪
এফ এ কাপ// হাডার্সফিল্ড ০ : ম্যান ইউ ২

লুকাকু জেতালেও চিন্তায় মোরিনহো

তিন মিনিটেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন লুকাকু। গত অক্টোবরে এই মাঠেই প্রিমিয়ার লিগে হারের স্মৃতি মুছে দিতে ঠিক এ রকমই শুরুটা দরকার ছিল মোরিনহোর দলের।

দুরন্ত জোড়া গোল করে বিতর্কিত ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়ের নায়ক রোমেলু লুকাকু। ছবি: রয়টার্স

দুরন্ত জোড়া গোল করে বিতর্কিত ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়ের নায়ক রোমেলু লুকাকু। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:০৩
Share: Save:

এফ এ কাপে রোমেলু লুকাকুর দাপট। তাঁর জোড়া গোলে হাডার্সফিল্ডকে ২-০ হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যে জয়ের সুবাদে শেষ আটে চলে গেল ‘রেড ডেভিলস’রা। তবে জিতলেও ম্যাচে বিতর্কের কেন্দ্রে উঠে এল ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম’ (ভিএআর)। এই টুর্নামেন্টে যে পদ্ধতি পরীক্ষামূলক ভাবে রাখা হয়েছে।

তিন মিনিটেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন লুকাকু। গত অক্টোবরে এই মাঠেই প্রিমিয়ার লিগে হারের স্মৃতি মুছে দিতে ঠিক এ রকমই শুরুটা দরকার ছিল মোরিনহোর দলের।

লুকাকুর দ্বিতীয় গোল ৫৫ মিনিটে। অ্যালেক্সি স্যাঞ্চেজের পাস থেকে প্রায় মাঝমাঠ থেকে পুরো হাডার্সফিল্ড রক্ষণকে গতিতে পরাস্ত করে ম্যান ইউ-কে ২-০ এগিয়ে দেন তিনি। তবে ঠিক বিরতির আগে খুয়ান মাতার একটি গোল বাতিল হওয়া নিয়ে প্রচণ্ড হইচই হয়। রেফারি ভিএআর পদ্ধতির সাহায্য চান ওই গোলের পরে। ভিএআর পদ্ধতি জানায় মাতা অফ সাইড ছিলেন। যা নিয়ে ম্যাচের পরে ক্ষিপ্ত মোরিনহো বলেন, ‘‘ভিএআর পদ্ধতির সঙ্গে আমি পরিচিত। ভালো আর খারাপ দুটো দিকই আছে পদ্ধতিটার। দেখতে হবে যাতে খারাপ দিকটাকে বাদ দিয়ে নিখুঁত করে তোলা যায় ভিএআরকে।’’

লুকাকুর নায়ক হয়ে ওঠার দিন অবশ্য চর্চায় ছিলেন পল পোগবাও। ম্যাচ শুরু হওয়ার আগে ম্যান ইউনাইটেড ধাক্কা খায় পল পোগবা হঠাৎ অসুস্থতার জন্য ছিটকে যাওয়ায়। ম্যাচের দিন সকালে নাকি তিনি অসুস্থ হয়ে পড়ায় দলের অ্যাওয়ে ম্যাচে যেতে পারেননি। মোরিনহো যা নিয়ে বলেন, ‘‘আমি জানি না ওর কী হয়েছে। সকালে দলের চিকিৎসক যখন বললেন পোগবা নামতে পারবে না, আমি আর কিছু জানতে চাই না।’’ তবে মোরিনহো যাই বলুন বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার বিরুদ্ধে দ্বৈরথের আগে পোগবার অসুস্থতা যে চিন্তায় রাখবে তাঁকে সেটা স্পষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE