Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Messi ignore press conference

ম্যাচের পর সাংবাদিক সম্মেলন বয়কটের ডাক মেসির

ম্যানচেস্টার সিটির কাছে হারের পর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে আবার জয়ে ফিরেছে আর্জেন্তিনা। কিন্তু তার পরই সাংবাদিক সম্মেলন বয়কটের ডাক দিলেন আর্জেন্তিনা অধিনায়ক লিওনেল মেসি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ২১:২০
Share: Save:

ম্যানচেস্টার সিটির কাছে হারের পর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে আবার জয়ে ফিরেছে আর্জেন্তিনা। কিন্তু তার পরই সাংবাদিক সম্মেলন বয়কটের ডাক দিলেন আর্জেন্তিনা অধিনায়ক লিওনেল মেসি। পরে তিনি জানান, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রেসের সঙ্গে আর কথা বলব না। কেন সেটা আপনারা সবাই জানেন।’’

কলম্বিয়াকে ০-৩ গোলে হারিয়ে পুরো দলই তখন পোস্ট ম্যাচ নিউজ কনফারেন্সের এলাকায় দাঁড়িয়ে। কিন্তু সম্মেলন করলেন না। কারণ হিসেবে যেটা উঠে এল সেটা হল সংবাদ মাধ্যমে প্রচারিত লাভেজ্জিকে নিয়ে প্রচারিত হওয়া একটি খবর। যেখানে লেখা হয়েছিল আর্জেন্তিনা ট্রেনিং বেসে মারিজুয়ানা নিয়েছেন লাভেজ্জি। তিনি বলেন, ‘‘এখানে অনেক কিছু ধরে নেওয়া হয়। এটা অসম্মান। এবং যেটা লেখা হয়েছে লাভেজ্জির বিরুদ্ধে সেটা খুব সিরিয়াস।’’

মেসির সেই চেনা ফ্রিকিক দেখা গিয়েছে এই ম্যাচে। জয়ও এসেছে আর্জেন্তিনার। সঠিক সমালোচনা হলে কারও কোনও সমস্যা নেই সেটাও বলে দিলেন মেসি। জানিয়ে দিলেন প্রেস কনফারেন্স বয়কটের কারণও। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমরা জানি আপনারা সকলে এরকম নয়। আমরা যদি হারি বা জিতি ভাল খেলি বা খারাপ খেলি তখন আলোচনা হবে সেটাই স্বাভাবিক। কিন্তু এটা ব্যক্তিগত জীবনকে আঘাত করছে। আমরা যদি এখন এটা না থামাই তা হলে আর কখনও বন্ধ হবে না।’’

লাভেজ্জি খেলেন চিনের হেবেই ফরচুনের হয়ে। আর্জেন্তিনার এক রেডিও জার্নালিস্ট টুইট করেন লাভেজ্জি অনুশীলন শিবিরে মারিজুয়ানা নিয়েছে। যদিও লাভেজ্জি এই অভিযোগ অস্বীকার করেছেন। আর সেই সাংবাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন। বলেন, ‘‘মিথ্যে কথা বলা হচ্ছে আমার বিরুদ্ধে। যেটা আমার ব্যাক্তিগত জীবন আমার কাজের ক্ষতি করছে।’’

আরও খবর

দুর্দান্ত মেসি, ৩ গোলে চূর্ণ কলম্বিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leonel Messi Argentina Lavezzi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE