Advertisement
১৮ এপ্রিল ২০২৪

চোট বড় কিছু নয়, ভক্তদের আশ্বস্ত করলেন কোহালি

ভারত অধিনায়কের চোট নিয়ে বেড়ে গিয়েছিল আশঙ্কা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে তাঁর চোট নিয়ে নিজেই ভক্তদের আশঙ্কামুক্ত করে গেলেন কোহালি। জানিয়ে দিলেন, চোট তেমন গুরুতর নয়।

রান নিতে গিয়ে পায়ে চোট পেলেন কোহালি। ছবি: এএফপি

রান নিতে গিয়ে পায়ে চোট পেলেন কোহালি। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৯
Share: Save:

রান নিতে গিয়ে পায়ের পেশিতে টান ধরে গিয়েছিল। তাই ভারতীয় দলের ফিল্ডিংয়ের সময় মাঠের বাইরে চলে গিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ফলে মুহূর্তেই ভারত অধিনায়কের চোট নিয়ে বেড়ে গিয়েছিল আশঙ্কা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে তাঁর চোট নিয়ে নিজেই ভক্তদের আশঙ্কামুক্ত করে গেলেন কোহালি। জানিয়ে দিলেন, চোট তেমন গুরুতর নয়।

জোহানেসবার্গে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জেতার পরে পুরস্কার বিতরণী মঞ্চে এসে বিরাট কোহালি বলে যান, ‘‘ব্যাটিংয়ের সময় সিঙ্গলস নিতে গিয়ে পায়ের পেশিতে চোট পেয়েছিলাম। পেশি যাতে ছিঁড়ে না যায়, তার জন্য আগাম সতর্ক হয়ে ফিল্ডিং করার সময় উঠে গিয়েছিলাম। ভাগ্য ভাল হ্যামস্ট্রিংয়ে চোট লাগেনি।’’

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং চলার সময় ১৩.২ ওভারের দেখা যায়, মাঠ ছেড়ে উঠে যাচ্ছেন কোহালি। আর তাতেই ছড়িয়ে পড়েছিল আশঙ্কা। যদিও শেষ পর্যন্ত বিরাটের চোট গুরুতর না হওয়ায় সমর্থকদের মতোই স্বস্তি ভারতীয় ক্রিকেট দলেও।

বিরাটের মুখ থেকেই চোট গুরুতর নয়, তা শোনার পরে খুশি ছড়িয়ে পড়ে মাঠে হাজির ভারতীয় সমর্থকদের মধ্যে। ওয়ান ডে সিরিজ জয়ের পরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জেতার পরে বিরাট বলছেন, ‘‘ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট ছিল। তার সুযোগ কাজে লাগিয়ে শুরুতে দুর্দান্ত ব্যাট করে গেল শিখর (ধবন) ও রোহিত (শর্মা)। ব্যাটিং আজ ভালই হয়েছে। আর শেষ দিকে বল হাতে ওর অভিজ্ঞতার ঝলক দেখাল ভুবি (ভুবনেশ্বর কুমার)।’’

নিজের দলের প্রশংসার পাশাপাশি এ দিন দক্ষিণ আফ্রিকার বোলিংয়েরও প্রশংসা করেন বিরাট। বলেন, ‘‘স্লগ ওভারে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের প্রশংসা করতে হবে। ১৬ ওভারের পরে আমাদের লক্ষ্য ছিল ২২০-র কাছাকাছি পৌঁছানো। কিন্তু ধোনি আউট হয়ে যাওয়ার পরে তা হয়নি। তবে ২০৩ রানেও জয়টা চলে এসেছে। এই সাফল্য গোটা দলের।’’

অন্য দিকে, ম্যাচ হেরে হতাশ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জে পি ডুমিনি। বলছেন, ‘‘এই হার হতাশা বাড়ায়। শুরুতে প্রথম ছয় ওভারের মধ্যে ভারতের দুই ব্যাটসম্যান চলে যাওয়ার পরে আমাদের আরও কয়েকটি উইকেট দরকার ছিল। আমাদের পরিকল্পনা ঠিকঠাকই ছিল। কিন্তু এই পরিস্থিতিতে রান তাড়া করে জিততে গেলে একটা বড় রানের জুটি দরকার ছিল। কিন্তু তা গড়ে ওঠেনি। তার মাশুল দিতে হল।’’

এ দিনই দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হল হেনরিক ক্লাসেন এবং জুনিয়র ডালা-র। তবে হারের দায় নতুনদের উপরে চাপাতে চাননি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। ডুমিনি বলেন, ‘‘নতুন ক্রিকেটাররা ভালই পারফর্ম করল। এই হারের দায় ওদের উপরে চাপানো যায় না। দায়টা আমাদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE