Advertisement
২০ এপ্রিল ২০২৪

শামি, ভুবিদের বোলিং আশায় রাখবে ভারতকে

পেসারদের মধ্যে মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং এমনকী, ইশান্ত শর্মাও দারুণ বল করেছে। ওরা দক্ষিণ আফ্রিকাকে একটা বার্তা দিয়ে রাখল যে, অশ্বিনকে সঙ্গে নিয়ে ভারতের এই বোলিং আক্রমণ দক্ষিণ আফ্রিকার শক্ত, বাউন্সি উইকেটে ২০ উইকেট তোলার ক্ষমতা রাখে।

দিল্লি টেস্টে মহম্মদ শামি। ছবি: পিটিআই।

দিল্লি টেস্টে মহম্মদ শামি। ছবি: পিটিআই।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০৪:০৪
Share: Save:

অনেকের মনে হয়েছিল, দিল্লিতে শেষ দিনে ভারতের টেস্ট জয় শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু শ্রীলঙ্কা দারুণ লড়াই করে টেস্ট বাঁচিয়ে দিল। প্রথম ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর অধিনায়ক দীনেশ চান্দিমাল দু’জনেই সেঞ্চুরি করল। ওদের যোগ্য সহায়তা করে গেল দলের তরুণ ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে দলবদ্ধ ভাবেই ওদের গোটা দলকে খুব প্রত্যয়ী দেখাল।

ভারত এই সিরিজটাকে দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে চেয়েছিল। বেশির ভাগ জায়গায় তাই সবুজ উইকেটে খেলা হল। বিদেশের প্রস্তুতির কথা মাথায় রেখেই সম্ভবত ওরা পাঁচ বোলারের রণনীতি থেকে বেরিয়ে এসে রোহিত শর্মাকে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে মিডল-অর্ডারে খেলিয়ে দেখল। রোহিত ওর কাজটা করে দিয়েছে। খুব সাবলীল দেখাল ওকে। আশা করব, বিদেশে গিয়েও এই ফর্ম দেখাবে ও।

পেসারদের মধ্যে মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং এমনকী, ইশান্ত শর্মাও দারুণ বল করেছে। ওরা দক্ষিণ আফ্রিকাকে একটা বার্তা দিয়ে রাখল যে, অশ্বিনকে সঙ্গে নিয়ে ভারতের এই বোলিং আক্রমণ দক্ষিণ আফ্রিকার শক্ত, বাউন্সি উইকেটে ২০ উইকেট তোলার ক্ষমতা রাখে।

অন্য দিকে, বিরাট কোহালি ব্যাট হাতে ক্রিকেট দুনিয়াকে সম্মোহিত করে রেখেছে। কেপ টাউন, জোহানেসবার্গ এবং সেঞ্চুরিয়নে তিন টেস্টের সিরিজে ভারতের ভাগ্য অনেকটাই নির্ভর করবে কোহালির ফর্মের উপর। মুরলী বিজয় এবং শিখর ধবনও ভাল ভাবে তৈরি হয়ে যাচ্ছে। বিজয় প্রথমে প্রতিপক্ষ বোলিং আক্রমণের শক্তিটুকু শুঁষে নেয়, তার পর পাল্টা ওদের আক্রমণ করে। ধবন শুরু থেকেই আক্রমণে বিশ্বাসী। ওপেনিংয়ে এটাই ভাল জুটি। এই দু’জনের সঙ্গে তিন নম্বরে চেতেশ্বর পূজারাকে ধরলে মনে হবে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের জন্য তৈরি ভারত। অজিঙ্ক রাহানের ফর্ম কিছুটা চিন্তার কারণ হতে পারে। কিন্তু ওর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। আমার মনে হয় রাহানের রান পাওয়া শুধুই সময়ের ব্যাপার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে রবিবার থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ। এর পর টি-টোয়েন্টিও আছে। কোহালি বিশ্রাম নেওয়ায় নতুন অধিনায়ক রোহিত শর্মা। দলে একাধিক নতুন মুখও রয়েছে। রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল নেতৃত্ব দিয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে ওর ফর্ম বরাবরই দুরন্ত ছিল এবং আমি নিশ্চিত, এই সিরিজে ও সামনে থেকে নেতৃত্ব দেবে।

শ্রীলঙ্কার জার্সিতেও ওয়ান ডে-তে দেখা যাবে নতুন অধিনায়ককে। তবে আমার মনে হয়, চান্দিমালকে ওয়ান ডে দলে না রাখাটা ওদের জন্য খুব ভাল সিদ্ধান্ত নয়। আশা করব, ওদের টিম ম্যানেজমেন্ট দিল্লি টেস্টের শেষ দিনের লড়াই থেকে প্রেরণা নিয়ে সীমিত ওভারের ক্রিকেটেও ভাল খেলার চেষ্টা করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE