Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কলকাতা ও শিলংয়ে ম্যাচ একই সময়ে

আই লিগের খেতাবের লড়াইয়ে থাকা আইজল এফ সি ও মোহনবাগানের শেষ দু’টি ম্যাচ দেওয়া হল ৩০ এপ্রিল। এবং দু’টো খেলাই শুরু হবে সন্ধ্যা সাতটায়। মূলত গড়াপেটা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০৩:৩৪
Share: Save:

আই লিগের খেতাবের লড়াইয়ে থাকা আইজল এফ সি ও মোহনবাগানের শেষ দু’টি ম্যাচ দেওয়া হল ৩০ এপ্রিল। এবং দু’টো খেলাই শুরু হবে সন্ধ্যা সাতটায়। মূলত গড়াপেটা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

শনিবারের পর লিগ টেবলের যা পরিস্থিতি তাতে এখনও খালিদ জামিলের টিমের খেতাব জয় নিশ্চিত নয়। কারণ শেষ ম্যাচে যদি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মোহনবাগান হারিয়ে দেয় চেন্নাইকে তা হলে খালিদের আইজল এফ সি-কে তাদের শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট পেতেই হবে খেতাব পেতে হলে। আইজলের খেলা রয়েছে শিলং লাজংয়ের সঙ্গে শিলংয়ের মাঠে। উত্তর-পূর্ব ভারতের ফুটবলে আইজল এবং শিলংয়ের সম্পর্ক কলকাতার ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো। ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন ফেডারেশন কর্তারা। সে জন্যই তাঁরা মোহনবাগান বনাম চেন্নাই এবং আইজল বনাম শিলং ম্যাচ একই সময়ে ফেলেছে ফেডারেশন। আই লিগের সি ই ও সুনন্দ ধর বললেন, ‘‘কেউ যাতে কারও ফল দেখে মাঠে না নামতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত। দু’টো ম্যাচই টিভিতে দেখানো হবে একই সঙ্গে। শুধু তাই নয় ফেডারেশন দু’টো ম্যাচের উপরই নজর রাখবে বিশেষ ভাবে।’’

কলকাতা এবং শিলংয়ে খেলা একই সঙ্গে ফেললেও উত্তর-পূর্বের প্রথম দল হিসাবে আইজল খেতাব জিতবে ধরে নিয়েই আই লিগের ট্রফিটি ৩০ এপ্রিল নিয়ে যাওয়া হচ্ছে শিলংয়ে। তবে কোনও বড় অঘটন ঘটে যদি মোহনবাগান খেতাব জিতে যায় তা হলে পরে সেটি আনা হবে কলকাতায়। ট্রফি মাঠে দেওয়া হলেও সর্বোচ্চ গোলদাতার সোনার বুট-সহ অন্যান্য ব্যক্তিগত পুরস্কারগুলি দেওয়া হবে অন্য একটি অনুষ্ঠানে। এখনও পর্যন্ত ঠিক আছে ৮ জুন মুম্বইতে আই লিগের নানা ট্রফি ও ফেডারেশনের বিচারে বর্ষ সেরাদের পুরস্কৃত করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan Aizawl fc I League Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE