Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শহরে আসছেন বাগানের আক্রম মোগরাভি

সনি শেষ পর্যন্ত নামলেও ইউতা কানওয়াকি চোট সারিয়ে ফিরলেও ২১ জানুয়ারি হয়তো তাঁকে ঝুঁকি নিয়ে নামানো হবে না। তাঁকে পরের ম্যাচগুলিতে ব্যবহার করা হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০৩:২৭
Share: Save:

লাল-হলুদের ডুডু ওমেগগামীর শহরে পা রাখার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই আক্রম মোগরাভিকে উড়িয়ে আনছে মোহনবাগান। আজ মঙ্গলবার রাতে আক্রমের কলকাতায় আসার কথা। তবে ডুডু টিমের সঙ্গে অনুশীলনে নামার আগেই ডার্বির প্রস্তুতিতে নেমে পড়বেন সবুজ-মেরুনের লেবাননের স্ট্রাইকার।

শুধু আক্রমের জন্যই বুধবার দুপুর দুটোয় অনুশীলন ডেকেছেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। ডুডুর টিম ইস্টবেঙ্গল আজ আইজলে ম্যাচ খেলবে। খালিদের টিমের ডার্বির প্রস্তুতি শুরু করার কথা বৃহস্পতিবার থেকে। তখনই ইউসা কাতসুমিদের সঙ্গে অনুশীলনে নামবেন নাইজিরিয়ান ডুডু।

এ দিকে লিগ টেবলে মোহনবাগান পঞ্চম স্থানে থাকলেও আপাতত ডার্বি জেতার দিকে চোখ সবুজ-মেরুনের। সে জন্যই সনি নর্দেকে নামাতে মরিয়া তাঁরা। ফিজিও-র কাছে অনুশীলন করা ছাড়াও সোমবার প্রথম বল পায়ে নিয়েছেন হাইতি মিডিও। দৌড়েছেন, শট নিয়েছেন। বুধবার তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সনি শেষ পর্যন্ত নামলেও ইউতা কানওয়াকি চোট সারিয়ে ফিরলেও ২১ জানুয়ারি হয়তো তাঁকে ঝুঁকি নিয়ে নামানো হবে না। তাঁকে পরের ম্যাচগুলিতে ব্যবহার করা হবে। তবে শিল্টন পাল-সহ বাকি সবাই সুস্থ। এ দিকে ডার্বির টিকিট অনেক আগে ছাড়লেও এখনও বিক্রি তেমন হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE