Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ম্যান ইউ ভবিষ্যৎ নিয়ে হেঁয়ালিই রাখলেন জোসে

গত সপ্তাহান্তে হঠাৎ করেই প্যারিস সঁ জারমঁ-র প্রশংসা করতে শুরু করে দিয়েছিলেন মোরিনহো। সেখানেই আরও বলেছিলেন, ওল্ড ট্র্যাফোর্ডেই তাঁর কোচিং কেরিয়ার শেষ করবেন বলে তিনি নিজে অন্তত আশা করছেন না।

জল্পনা: ভবিষ্যৎ নিয়ে সাংবাদিক সম্মেলনে ধাঁধা জোসের। ছবি: এএফপি

জল্পনা: ভবিষ্যৎ নিয়ে সাংবাদিক সম্মেলনে ধাঁধা জোসের। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ০৩:৫৬
Share: Save:

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কি তিনি দীর্ঘমেয়াদি ভাবে থাকতে চান?

জোসে মোরিনহো কিন্তু নিশ্চিত করে কোনও ইঙ্গিত দিতে চাননি এখনই। বরং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করায় খুব অর্থপূর্ণ ভাবে তিনি উত্তর দিয়েছেন, ‘‘ফুটবলে ভবিষ্যৎ বলতে আমি বুঝি শুধু আগামিকাল।’’

ম্যান ইউ-তে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে এসেছেন মোরিনহো। সেই চুক্তির প্রায় মাঝপথে পৌঁছে গিয়েছেন তিনি। সচরাচর দেখা যায়, মাঝপথেই আরও দীর্ঘ চুক্তি করে ফেলে ক্লাব। কিন্তু মোরিনহোর ক্ষেত্রে সে রকম কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে ইংল্যান্ডের সংবাদমাধ্যম জানাচ্ছে, চুক্তির নানা বিষয় নিয়ে ম্যান ইউ এবং ম্যানেজারের মধ্যে কথাবার্তা চলছে। এখনও পর্যন্ত দু’পক্ষ ঐক্যমত্য হতে পেরেছে কি না, তা নিয়ে কয়েকটি মহলে প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন: ‘আজও সেই সাম্বা ম্যাজিক দেখার অপেক্ষায় আছি’

ইংল্যান্ডের নামী সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে, মোরিনহো ম্যান ইউ-তে থাকবেন যদি তাঁর টাকার পরিমাণ ভাল মতো বাড়ানো হয়। যদিও প্রকাশ্যে মোরিনহো এ নিয়ে কোনও কথা বলেননি। চ্যাম্পিয়ন্স লিগে আজ, বুধবার রাতে বেনফিকার বিরুদ্ধে ম্যাচ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তার আগে সাংবাদিকদের সামনে এলে ম্যাচের চেয়ে তাঁর ভবিষ্যৎ নিয়েই বেশি প্রশ্ন হল। মোরিনহো বললেন, ‘‘কিছুই হচ্ছে না। আমি ম্যাঞ্টেস্টার ইউনাইটেডেই আছি। আমার একটা চুক্তিও আছে। ব্যাস।’’ এর পরেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, ২০১৯-এর পরেও কি এই ক্লাবে থাকার জন্য তিনি চুক্তিবদ্ধ হতে চান? মোরিনহোর জবাব, ‘‘আমার মনে হয় না আপনার এই প্রশ্নের উত্তরটা আমার কাছে আছে বলে। আমি এখনও এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গায় আসিনি। ওই যে বললাম, আমার একটা চুক্তি আছে, ব্যাস ওই পর্যন্তই বলতে পারব।’’

গত সপ্তাহান্তে হঠাৎ করেই প্যারিস সঁ জারমঁ-র প্রশংসা করতে শুরু করে দিয়েছিলেন মোরিনহো। সেখানেই আরও বলেছিলেন, ওল্ড ট্র্যাফোর্ডেই তাঁর কোচিং কেরিয়ার শেষ করবেন বলে তিনি নিজে অন্তত আশা করছেন না। তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এ দিন সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। বললেন, ‘‘আমি যেটা বলেছিলাম, সেটা খুবই পরিষ্কার একটা কথা। এর অপব্যাখ্যা হওয়ার মানেই হয় না। আমি বলেছিলাম, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই আমার কোচিং কেরিয়ার শেষ হচ্ছে না।’’ তার পর আরও বিশ্লেষণ করতে গিয়ে যোগ করলেন, ‘‘আমি মনে করি আরও অন্তত ১৫ বছর আমি ফুটবলে ম্যানেজারের কাজ করব। আর একটা ক্লাবে এই সুদীর্ঘ সময় ধরে টিকে থাকা অসম্ভব। কেউ পারেনি। আমার মনে হয় একমাত্র আর্সেন ওয়েঙ্গার পেরেছেন। চেষ্টা করলেও অনেকে পারবে না। আমার মনে হয় আর্সেন ওয়েঙ্গারই শেষ লোক। আর কারও পক্ষে এটা করা সম্ভব হবে না। এই চিন্তাধারা থেকেই আমি ওই মন্তব্যটা করেছিলাম।’’ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামলেও মোরিনহোকে একতরফা প্রশ্ন করা হতে থাকল ইপিএল এবং ম্যান ইউ-এর চুক্তি নিয়েই। লিভারপুলের ডেজান লোভরেন দাবি করেছেন, ইপিএলের ডার্বিতে রোমেলু লুকাকু ইচ্ছাকৃত ভাবে লাথি মেরেছেন। মোরিনহোকে জিজ্ঞেস করায় বলে দেন, ‘‘ওর (ডেজানের) কথায় অসঙ্গতি রয়েছে। নিজেই বলেছে, যা ঘটেছে ভুলে গিয়ে এগিয়ে যেতে চাই। আবার ব্যাখ্যা দিচ্ছে, কী ঘটেছে না ঘটেছে। যা করার এফ এ কমিটি করবে।’’

পর্তুগালের চ্যাম্পিয়ন বেনফিকা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে খুব ভাল জায়গায় নেই। দু’টি ম্যাচে হেরেছে তারা। মোরিনহো তবু হাল্কা ভাবে নিতে চান না প্রতিপক্ষকে। ‘‘ফুটবলে কেউ জানে না কখন কী হয়। বেনফিকা এখান থেকে দারুণ খেলে ১২ পয়েন্ট নিয়ে বাকি সকলের সঙ্গে একই জায়গায় শেষ করতে পারে। আমি টিম মিটিংয়ে বোঝানোর চেষ্টা করেছি যে, বেনফিকা কিন্তু সি এস কে এ মস্কো বা বাসেলের চেয়ে ভাল দল।’’ বেনফিকার কোচ রুই ভিতোরিয়ারও প্রশংসা করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE