Advertisement
২০ এপ্রিল ২০২৪

পাকিস্তান নিরাপদ, মত ভিভের

পাকিস্তান সুপার লিগের ফাইনালের জন্য রিচার্ডস এখন করাচিতে। তিনি মনে করছেন, পিএসএল ফাইনাল মারফত গোটা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যাবে যে, পাকিস্তান এখন ক্রিকেটের জন্য সম্পূর্ণ নিরাপদ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০৪:৫৩
Share: Save:

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা নিয়ে কোনও সমস্যা দেখছেন না তিনি। বরং বলে দিচ্ছেন, পাকিস্তানে ক্রিকেট খেলতে কারও কোনও কোনও সমস্যা হওয়ার কথা নয়। তিনি— কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার স্যর ভিভিয়ান রিচার্ডস।

পাকিস্তান সুপার লিগের ফাইনালের জন্য রিচার্ডস এখন করাচিতে। তিনি মনে করছেন, পিএসএল ফাইনাল মারফত গোটা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যাবে যে, পাকিস্তান এখন ক্রিকেটের জন্য সম্পূর্ণ নিরাপদ। শনিবার মইন খানের ক্রিকেট অ্যাকাডেমিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচার্ডস বলেন, ‘‘পাকিস্তানে আসতে পেরে আমি খুব খুশি। অনেকেই এখনও মনে করেন, পাকিস্তান আদৌ নিরাপদ নয়। অনেকেই তাই এ দেশে ক্রিকেট খেলতে আসতে চান না। আশা করব, পিএসএল ফাইনাল তাদের এই ভুলটা ভেঙে দেবে। বিশ্বের কাছে একটা বার্তা পৌঁছে দেবে যে, করাচি এবং পুরো পাকিস্তানই এখন নিরাপদ এবং যথেষ্ট ভাল জায়গা।’’ একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার জানাচ্ছেন, পাকিস্তানের কাছ থেকে তিনি যে ভালবাসা পাচ্ছেন, তাতে তিনি সম্মানিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viv Richards cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE