Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Indies

নভেম্বরের শেষে পাকিস্তান যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

চলতি বছরে নভেম্বরের শেষ দিকে পাকিস্তান সফরে আসার কথা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে সরফরাজ আহমেদদের বিরুদ্ধে ৩ ম্যাচের একটি টি২০ টুর্নামেন্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ২০:৩৫
Share: Save:

দীর্ঘ আট বছরের প্রতীক্ষা শেষে ক্রিকেট ফিরেছে পাকিস্তানের মাটিতে। আইসিসির সহযোগিতায় বিশ্ব একাদশের ম্যাচ আয়োজন করেছে পাকিস্তান। সেই সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়ে উৎফুল্ল পাক-সমর্থকরা। সরফরাজদের জয়ের কিছু ক্ষনের মধ্যেই সেই আনন্দ দ্বিগুণ করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, দীর্ঘ আট বছর পর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করছে তারা। সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

আরও পড়ুন: হাসান আলির ইয়র্কারে পরাস্ত হয়েও প্রশংসায় ড্যারেন সামি, দেখুন ভিডিও

আরও পড়ুন: ওয়ার্নের জন্মদিনে সহবাগের টুইট ভাইরাল নেট দুনিয়ায়

চলতি বছরে নভেম্বরের শেষ দিকে পাকিস্তান সফরে আসার কথা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে সরফরাজ আহমেদদের বিরুদ্ধে ৩ ম্যাচের একটি টি২০ টুর্নামেন্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেট্টি বলেন, “দুই বোর্ডের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের চুক্তি হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল যে নভেম্বরে পাকিস্তানে আসছে সেই বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে।” কিছু দিনের মধ্যেই ওই সিরিজের সূচি ঘোষণা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE