Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

পাঁচ বছর নির্বাসিত পাক-ক্রিকেটার লতিফ

সাম্প্রতিক কালে পাকিস্তান সুপার লিগে একাধিক স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে কিন্তু এত বড় শাস্তি এই প্রথম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে গড়া পিএসএল-এ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলতেন লতিফ। এ দিনের সাজার বিরুদ্ধে অবশ্য ১৪ দিনের মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে তাঁর সামনে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩৫
Share: Save:

স্পট-ফিক্সিংয়ের দায়ে খালিদ লতিফকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হল। বুধবার পাক ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা জানিয়েছে, ছ’টি ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছেন লতিফ। এ দিন টুইট করে পিসিবি জানায়, নিষেধাজ্ঞার পাশাপাশি ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ ১০ হাজার ৯৫০ টাকা জরিমানাও দিতে হবে তাঁকে।

সাম্প্রতিক কালে পাকিস্তান সুপার লিগে একাধিক স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে কিন্তু এত বড় শাস্তি এই প্রথম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে গড়া পিএসএল-এ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলতেন লতিফ। এ দিনের সাজার বিরুদ্ধে অবশ্য ১৪ দিনের মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে তাঁর সামনে। তবে তিনি সে আবেদন করবেন কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। কারণ, সাজা ঘোষণার দিন দেখা যায়নি লতিফের আইনজীবী বদর আলমকে। লতিফের পাশাপাশি শার্জিল খান-সহ মহম্মদ ইরফান ও মহম্মদ নওয়াজের নামও স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িয়েছে।

আরও পড়ুন

পদ্মভূষণের জন্য ধোনির নাম পাঠাল বিসিসিআই

কলকাতার মাটিতে ওয়ান ডে ম্যাচের সেঞ্চুরির পথে স্মিথ

সব ফর্ম্যাটের ক্রিকেট থেকেই ‘আউট’ লতিফ। —ফাইল চিত্র।

এই সাজার ফলে পাঁচ বছরের জন্য কোনও ধরনের ফর্ম্যাটেই খেলতে পারবেন না তিনি। মাত্র ১৪ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক হয়েছিল লতিফের। লতিফের নেতৃত্বেই ২০০৪-এ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে পাকিস্তান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তেমন ছাপ ফেলতে পারেননি তিনি। পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে দু’বছরে মাত্র ৫টি ওয়ান ডে খেলার সুযোগ পেয়েছিলেন। খেলেছেন ১৩টি টি২০ ম্যাচও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE