Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মোহনবাগানে সনির বদলি হতে পারেন পেন ওরজি

সবকিছু ঠিকঠাক চললে ইস্টবেঙ্গলের খেলে যাওয়া নাইজিরিয়ান মিডিও পেন ওরজিকে খেলতে দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে।

এ বার কি মোহনবাগানের জার্সি গায়ে মাঠ দাপাবেন পেন?

এ বার কি মোহনবাগানের জার্সি গায়ে মাঠ দাপাবেন পেন?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০৪:২৩
Share: Save:

সনি নর্দে শহর ছাড়ার দিনই তাঁর বদলি ঠিক করে ফেলল মোহনবাগান।

সবকিছু ঠিকঠাক চললে ইস্টবেঙ্গলের খেলে যাওয়া নাইজিরিয়ান মিডিও পেন ওরজিকে খেলতে দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে। মঙ্গলবার রাতের খবর, কথাবার্তা শেষ পর্যায়ে। তাঁকে নেওয়া হচ্ছে তিন মাসের জন্য। আইজলের পর আই লিগের বাকি যে সাতটি ম্যাচ আছে সেগুলি ছাড়াও সুপার কাপে খেলবেন জেসিটি, ইস্টবেঙ্গল, মহমেডান, শিলং লাজং, কেরল ব্লাস্টার্সে খেলা পেন। যুক্তরাষ্ট্রের একটি ক্লাবে এখন খেলেন লাল-হলুদ জার্সিতে পাঁচ বছর আগে ময়দান কাঁপানো ফুটবলার। সেখানকার লিগ শেষ হয়ে যাওয়ায় তাঁকে পেতে অসুবিধা হবে না শঙ্করলাল চক্রবর্তীর টিমের।

এ দিকে মোহনবাগানের পদত্যাগী কোচ সঞ্জয় সেন মনে করেন, ডার্বি জেতার পর পাহাড়ে গিয়ে জয়ের ধারাবাহিকতা রক্ষাই এখন দিপান্দা ডিকাদের সবথেকে বড় চ্যালেঞ্জ।

তেরো বছর পর সবুজ-মেরুনকে আই লিগ জেতানো কোচ মঙ্গলবার বলে দিলেন, ‘‘গত দু’বার আইজলে গিয়ে মোহনবাগান জিততে পারেনি। আটকে গিয়েছে। এ বার সেটা বদলাতে হবে। শঙ্করের (শঙ্করলাল চক্রবর্তী) পুরো টিমের মধ্যে এই ভাবনা ঢোকানো উচিত যে, আইজলকে হারিয়ে জয়ের ধারা অবহ্যাত রাখতে হবে।’’ তিনি মনে করিয়ে দেন, ‘‘আই লিগের প্রথম ডার্বি জেতার পর আমরা চার্চিল ব্রাদার্সকে পাঁচ গোল দিয়েছিলাম। এ বারও সেটা ধরে রাখতে হবে।’’

দুর্দান্ত খেলে ডার্বি জেতার পর বাগান কর্তারাও টিমের ফোকাস ঠিক রাখতে কার্যত নজিরবিহীন ঘটনাই ঘটিয়ে দিলেন এ দিন। সংবাদমাধ্যমের কাছে রীতিমতো মেল পাঠিয়ে জানানো হল কোচ শঙ্করলাল-সহ পুরো টিমের কথা বলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ যেন আইজলে ফোন না করেন। শুধুমাত্র সরকারি সাংবাদিক সম্মেলন ছাড়া মোহনবাগানের কেউই কথা বলতে পারবেন না

সঞ্জয় সেনের আমলে মাঝেমধ্যে ফুটবলারদের উপর কথা বলায় নিষেধাজ্ঞা জারি হলেও কোচের উপর ফতোয়া কখনও জারি করেননি কর্তারা। শুধু তাই নয়, ফুটবলারদের কথা বলার উপর নিষেধাজ্ঞা রয়েছে সেটা জানিয়ে দেওয়া হত টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। কিন্তু ডার্বি জেতার পর শঙ্করলাল-সহ পুরো টিমের উপর নিষেধাজ্ঞা, তা-ও আবার প্রকাশ্যে মেল পাঠিয়ে—এ রকম কখনও হয়নি। এ দিকে, আইএসএলের এটিকে বনাম চেন্নাইয়ান ম্যাচের ধারাভাষ্য দিতে সঞ্জয় মুম্বই যাচ্ছেন আজ। ইতিমধ্যেই এটিকেতে যোগ দিয়েছেন তিনি। সে জন্যই তাঁকে আইএসএলের ধারাভাষ্য দিতে ডাকা হয়েছে বলে খবর।

এ দিকে এ দিন সকালে আইজলে অনুশীলন করেন দিপান্দা ডিকা-আক্রম মোগরাভিরা। সনি নর্দে মঙ্গলবার রাতেই ফিরে গেলেন হাইতিতে। টিমের সঙ্গে যাননি ইউতা কিনোয়াকি। ফলে ডার্বির মতো চার বিদেশি নিয়েই পাহাড়ে মিথ ভাঙার চেষ্টা করতে হবে কিংগসলে ওবুনেমেনেদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE