Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দল চ্যাম্পিয়ন হলে বিশেষ উপহার দেবেন প্রীতি

শনিবার ইডেনে কেকেআরকে হারানোর পরে প্রীতি জানিয়ে দেন, তাঁর দল কিংস ইলেভেন পঞ্জাব চ্যাম্পিয়ন হলে তিনিও বিশেষ কিছু করে দেখাবেন।

নিজস্বী: ম্যাচ সেরা রাহুলের পাশে প্রীতি। শনিবার। ছবি: দেশকল্যাণ চৌধুরী

নিজস্বী: ম্যাচ সেরা রাহুলের পাশে প্রীতি। শনিবার। ছবি: দেশকল্যাণ চৌধুরী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ০৪:১৯
Share: Save:

শাহরুখ খান তাঁর কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, চ্যাম্পিয়ন হলে তিনি ইডেনে সমারসল্ট দেবেন। দিয়েছিলেনও। এ বার প্রীতি জিন্টা তাঁর প্রিয় নায়ককেই অনুসরণ করলেন।

শনিবার ইডেনে কেকেআরকে হারানোর পরে প্রীতি জানিয়ে দেন, তাঁর দল কিংস ইলেভেন পঞ্জাব চ্যাম্পিয়ন হলে তিনিও বিশেষ কিছু করে দেখাবেন। সেটা কী, তা অবশ্য স্পষ্ট করে বলেননি প্রীতি। ম্যাচের পরে টিভি-তে কে এল রাহুলের সাক্ষাৎকার নিচ্ছিলেন পঞ্জাব মালকিন। যেখানে রাহুল হঠাৎ বলে বসেন, ‘‘দল চ্যাম্পিয়ন হওয়ার পরে শাহরুখভাই যেমন নাইটদের জন্য সমারসল্ট দিয়েছিল, তোমাকেও কিন্তু আমাদের জন্য এ রকমই কিছু করে দেখাতে হবে।’’ জবাবে প্রীতি বলেন, ‘‘ব্যাপারটা কী? তোমরা সব সময় আমাকে নিয়ে মজা করো কেন? ঠিক আছে, কথা দিচ্ছি, বিশেষ কিছু আমিও করে দেখাব। আগে তো তোমরা চ্যাম্পিয়ন হয়ে দেখাও।’’

এ বার আইপিএল নিলামে প্রথমে ক্রিস গেলকে নেওয়াই হয়নি পঞ্জাব দলে। দ্বিতীয় দিন তাঁকে নেওয়া হয়। সেই গেলই এখন মাতিয়ে দিচ্ছেন। এই নিয়ে বলিউডের নায়িকা বলেন, ‘‘এটা ঠিকই, আমরা প্রথমে গেলকে নিইনি। ওর জায়গায় আমরা এক জন ভারতীয় ব্যাটসম্যানকে নেব বলে ঠিক করে রেখেছিলাম। কিন্তু কাউকে না পেয়ে দ্বিতীয় দিন আমরা ওকে নেওয়ার সিদ্ধান্ত নিই। এখন তো দেখছি ও-ই কাঁপিয়ে দিচ্ছে।’’

তবে গেল দুর্দান্ত ব্যাটিং করলেও দলের মালকিনের কাছ থেকে প্রশংসা পান রাহুলও। প্রীতি তাঁকে বলেন, ‘‘শুধু গেলের ওপর চাপ দিলে হবে না। তোমাদের সবাইকে একসঙ্গে ভাল পারফরম্যান্স করতে হবে। তা না হলে আমরা আইপিএল চ্যাম্পিয়ন হব কী করে? এ বারে আমাদের দলটা অনেক ভাল। অশ্বিনের মতো একজন অধিনায়ক পেয়েছি। দলে ভাল ব্যাটসম্যান, বোলার সব আছে। তা হলে আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার কোনও কারণ দেখছি না।’’

রাহুলও তাঁকে কথা দেন, ‘‘আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। তবে এখনও আমাদের অনেকটা রাস্তা পেরোতে হবে। অনেকগুলো ম্যাচ জিততে হবে। আমি তাই গেলকে ক্রিজে দাঁড়িয়েই বলছিলাম, বেশি ঝুঁকি নিয়ে বড় শট খেলো না। হঠাৎ পিঠে বা কোমরে ব্যথা শুরু হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আরও অনেকগুলো ম্যাচ খেলতে হবে তোমাকে। সেই শুনে গেল বলে, ‘চিন্তা কোরো না বন্ধু। আমি একেবারে ফিট আছি। থাকবও।’ যা শুনে আমি কিছুটা স্বস্তি পাই।’’ গেলের এই মানসিকতার কথা শুনে খুশি প্রীতিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE