Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Mohun Bagan vs Churchill Brothers

চোট-আঘাতের সমস্যাই ভাবাচ্ছে সঙ্ঘবদ্ধ বাগানকে

চার্চিলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানকে চিন্তায় রেখেছে জাপানি তারকা ইউটা কিনোয়াকির চোট। ডার্বিতে মূলত ইউটার দাপটেই শেষ হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের মাঝ মাঠ। নড়তেই দেননি লাল-হলুদের প্রাণভোমরা আল আলমনাকে।

প্রস্তুতিতে ব্যস্ত ডিকা, কিঙ্গসলে এবং ক্রোমা। ছবি: সুদীপ্ত ভৌমিক।

প্রস্তুতিতে ব্যস্ত ডিকা, কিঙ্গসলে এবং ক্রোমা। ছবি: সুদীপ্ত ভৌমিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ১৮:১৮
Share: Save:

ডার্বি জিতে পরিবেশটাই যেন বদলে গিয়েছে মোহনবাগানে। ড্রেসিং রুম থেকে ক্লাবের লন—সব জায়গাতেই সঙ্ঘবদ্ধ বাগান। কোচ-ফুটবলারদের মধ্যে বাঁধুনিটাও চোখে পড়ার মতো। দলের এই একাত্মতাকে সঙ্গী করেই রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামছে সঞ্জয় সেনের দল।

তবে, দলের অন্দরে ‘ফিল গুড’ পরিবেশ হলেও টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রেখেছে চোট-আঘাতের সমস্যা। এমনিতেই ডার্বির পরের ম্যাচ দুই প্রধানের কাছে কাঁটার থেকে কোনও অংশে কম নয়। অতীতেও দেখা গিয়েছে, ডার্বি জিতে পরের ম্যাচে পয়েন্ট হারিয়েছে দুই দলই। ফলে চার্চিলের বিরুদ্ধে মেপেই পা ফেলতে চাইছে গঙ্গাপাড়ের ক্লাবটি।

চার্চিলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানকে চিন্তায় রেখেছে জাপানি তারকা ইউটা কিনোয়াকির চোট। ডার্বিতে মূলত ইউটার দাপটেই শেষ হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের মাঝ মাঠ। নড়তেই দেননি লাল-হলুদের প্রাণভোমরা আল আলমনাকে। কিন্তু, ডার্বির পর ফের এক বার চোটের কবলে ইউটা। দলের অন্দরে যা খবর তাতে ইউটাকে ছাড়াই চার্চিল ম্যাচে নামবে সবুজ-মেরুন। তবে, ইউটার চোটের মধ্যেই বাগান শিবিরকে স্বস্তি দিচ্ছে ডিপান্ডা ডিকার ফিট হয়ে ওঠা।

চার্চিল বধের মহড়ায় সোনি নর্দে। ছবি: সুদীপ্ত ভৌমিক।

আরও পড়ন: পুরস্কার চাই? মাদ্রিদে এসো নেমার

আরও পড়ুন: আমিই সবার সেরা, হুঙ্কার রোনাল্ডোর

দলের অন্দরের খবর, ডার্বির উইনিং কম্বিশনে পরিবর্তন আনতে চাইছেন না সঞ্জয় সেন। একান্তই ইউটা না পারলে, তাঁর পরিবর্তে দলে ঢুকবেন শিল্টন ডি’সিলভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE