Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শিল্পী নেমারের প্রশংসায় পিএসজি কোচ

দু’বছরের চুক্তিতে পি এস জির দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম সাংবাদিক সম্মেলনে এসে থমাস স্বীকার করে নিলেন তেরোসোপলিসে যাওয়ার আগে নেমারের সঙ্গে তাঁর কথা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৮ ০৪:৫৭
Share: Save:

নেমার দ্য সিলভা স্যান্টোসের (জুনিয়র) পরের মরসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভবনা নিয়ে হইচই হচ্ছে বিশ্বজুড়ে।

সেটা জানা সত্ত্বেও প্যারিস সাঁ জারমাঁর কোচের পদে যোগ দিয়েই নেমারের প্রশংসায় পঞ্চমুখ হলেন থমাস টুসেল। বলে দিলেন, ‘‘নেমার একজন শিল্পী। শিল্পীদের সব ক্ষেত্রেই বিশেষ মর্যাদা পাওয়া উচিত। এবং সেটাই স্বাভাবিক।’’

দু’বছরের চুক্তিতে পি এস জির দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম সাংবাদিক সম্মেলনে এসে থমাস স্বীকার করে নিলেন তেরোসোপলিসে যাওয়ার আগে নেমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। ‘‘গত রবিবার (১৩ মে) নেমারের সঙ্গে আমার খুব ভাল আলোচনা হয়েছে। ও একজন শিল্পী। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এখন নেমার। ছেলেটাও খুব খোলা মনের।’’

বার্সেলোনা ছেড়ে প্যারিসে আসার পর প্রথম বছরেই ফরাসি লিগের সেরা ফুটবলার হয়েছেন নেমার। আপাতত গ্যাব্রিয়েল জেসুস, পাউলিনহোদের সঙ্গে তিনি ব্রাজিলের বিশ্বকাপ দলের প্রস্তুতি শিবিরে। চোট সারিয়ে সুস্থ হওয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছেন। তাঁকে নিয়ে ব্রাজিলে উন্মাদনা চরমে। গোল করার পর নেমারের বিশেষ উচ্ছ্বাসের ভঙ্গিমার ছবিতে ভর্তি হয়ে গিয়েছে রিও, সাও পাওলোসহ ব্রাজিলের বিভিন্ন শহরের দেওয়াল, রাস্তা ঘাট।

কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর নেমারকে কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে তা নিয়ে আলোচনা অবশ্য থামছে না। পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খিলাফি এ দিনই জানিয়ে দিয়েছেন, তাঁর বিশ্বাস নেমার মাত্র এক বছর খেলেই দল বদলাবেন না। তাঁর দলের কোচও বলে দিলেন, ‘‘আমি ওর সঙ্গে প্রথম আলোচনায় বসলাম। খুব বন্ধুত্বের মনোভাব নিয়ে কথা বলল। ফুটবল নিয়ে কথা বলছিলাম। আলোচনার সময় ও হাসছিল। যা আমি চাইছিলাম।’’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘নেমারকে সামনে রেখে যদি আমরা একটা ভাল দল তৈরি করতে পারি তা হলে আমাদের ক্লাব ভাল ফল করবে।’’

এক বছর আগে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়েছেন থমাস। এ দিন নেমারের পাশাপাশি প্যারিসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। বলে দিলেন, ‘‘প্যারিস হচ্ছে আলো আর ভালোবাসার শহর। এখানকার দর্শকরা ভাল ফুটবল দেখতে পছন্দ করে। সেটা আমাকেও টেনেছে।’’

নেমার বা প্যারিসের প্রশংসা করলেও পি এস জির দায়িত্ব নিয়ে তিনি কতটা সাফল্য দেবেন তা নিয়ে মুখ খেলোননি নতুন কোচ। বলে দেন, ‘‘দল যথেষ্ট ভাল। শহরটাও সুন্দর। কিন্তু যতক্ষণ না আমি প্রাক প্রস্তুতি শিবির শুরু করছি ততক্ষণ কিছুই বলা সম্ভব নয়। ফুটবল ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। তবে এটা বলতে পারি, দায়িত্ব নিয়ে আমি খুশি। এখন চেষ্টা করতে হবে ভাল
কিছু করার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Thomas Tuchel Neymar Football PSG
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE