Advertisement
২৬ এপ্রিল ২০২৪
প্যারিসে আজ রোনাল্ডো-ম্যাজিকের অপেক্ষা

পিএসজি তাকিয়ে দি’মারিয়ার দিকে

চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালে ১-৩ পিছিয়ে ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র দল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে নামার আগে এটাই স্লোগান প্যারিস সঁ জারমঁ-র।

দ্বৈরথ: অস্ত্রোপচার হওয়া নেমার নেই। পিএসজি-তে তাঁর বিকল্প অ্যাঙ্খেল দি’মারিয়া। চ্যাম্পিয়ন্স লিগে আজ তাঁর সঙ্গে লড়াই রোনাল্ডোর। ফাইল চিত্র

দ্বৈরথ: অস্ত্রোপচার হওয়া নেমার নেই। পিএসজি-তে তাঁর বিকল্প অ্যাঙ্খেল দি’মারিয়া। চ্যাম্পিয়ন্স লিগে আজ তাঁর সঙ্গে লড়াই রোনাল্ডোর। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ০৩:৫৫
Share: Save:

একসঙ্গে লড়লে আমরা পারব-ই।

চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালে ১-৩ পিছিয়ে ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র দল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে নামার আগে এটাই স্লোগান প্যারিস সঁ জারমঁ-র। সোমবার ফরাসি দৈনিকে এদিনসন কাভানি-থিয়াগো সিলভা-র ছবি দিয়ে প্রকাশিত হয়েছে, এমনই এক শিরোনাম। সঙ্গে প্রতিবেদনে আহ্বান, প্যারিসের ক্লাবটির সমর্থনে পিএসজি সমর্থকদের দলে দলে মাঠে আসার জন্য। উদ্দেশ্যটা হল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমা-দের বিরুদ্ধে নেমার-হীন পিএসজি তারকা ফুটবলারের অভাবপূরণের জন্য মাঠের বাইরে চাইছে দ্বাদশ ব্যক্তি—দর্শকদের শব্দব্রহ্মকে।

কিন্তু মাঠের ভিতরে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ১-৩ পিছিয়ে থেকে নব্বই মিনিট লড়ে জিততে গেলে কী করতে হবে? বিশেষ করে, রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিক করার জন্য টগবগ করে ফুটছে।

এ ক্ষেত্রে মাঠের ভিতরে কিলিয়ন এমবাপে, এদিনসন কাভানির সঙ্গে পিএসজি-র ভরসা আর্জেন্তাইন অ্যাঙ্খেল দি’মারিয়া। যিনি আবার রিয়াল মাদ্রিদে-র প্রাক্তনী। নেমারের বদলে এই আর্জেন্তাইন ফুটবলারকেই গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে ঘরের মাঠে অঘটন ঘটিয়ে জয় ছিনিয়ে আনার জন্য। যা মেনে নিয়ে পিএসজি ম্যানেজার উনাই এমরে বলছেন, ‘‘এটা আমাদের এই মরসুমের সেরা ম্যাচ হতে চলেছে। জানি রিয়াল মাদ্রিদ দুরন্ত খেলতে চাইবে। কিন্তু আমাদের লক্ষ্য, ওদের চেয়ে ভাল খেলে পরের রাউন্ডে যাওয়ার মতো ফল নিয়ে মাঠ ছাড়া। আর তার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে অ্যাঙ্খেল দি’মারিয়াকে।’’ সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘‘কোনও ফুটবলারকে পাওয়া না গেলে এ ভাবেই অন্য কারও সামনে এ ভাবে সুযোগের দরজা খুলে যায়। হৃদয় দিয়েই ম্যাচটা খেলবে ছেলেরা।’’ রিয়াল মাদ্রিদ-এর প্রাক্তনী দি’মারিয়া নিজেও বলছেন, ‘‘রিয়াল মাদ্রিদ অধ্যায় অতীত। পিএসজি জার্সি গায়ে মাঠে নামলে সেরাটা দিই। ঘরের মাঠে রোনাল্ডো-দের বিরুদ্ধে তার চেয়েও বেশি দিতে হবে দলকে।’’

ম্যানেজারের সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসা দলের ব্রাজিলীয় রাইটব্যাক দানি আলভেজ আরও এক ধাপ এগিয়ে বলছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে পিএসজি-র অতীত ইতিহাস তেমন উজ্জ্বল নয়। পিএসজি-র হয়ে সেই ইতিহাসটা গড়তেই তো এই দলে আসা। নেমার না থাকায় অসুবিধা হতেই পারে। কিন্তু এখন ও সব ভাবার সময় নেই। এর সঙ্গে আজও কথা হয়েছে। ওকে কথা দিয়েছি, এই টুর্নামেন্টের শেষ দিকে ফের আমরা একসঙ্গে মাঠে নামব।’’

পিএসজি সমর্থকদের কাছে সুখবর, চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিলিয়ান এমবাপে, ডিফেন্ডার মার্কুইনহোস এবং মিডফিল্ডার মার্কো ভেরাত্তি-রা। যদিও প্রথম দল নিয়ে কোনও আভাস দেননি উনাই এমরে। বলছেন, ‘‘চূড়ান্ত দল ম্যাচের দিন সকালে ঠিক করব।’’

পিএসজি শিবির যখন ম্যাচ জিততে এককাট্টা হচ্ছে, তখন রিয়াল মাদ্রিদ চনমনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র সাম্প্রতিক ফর্ম নিয়ে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে শেষ আট ম্যাচে চোদ্দো গোল হয়ে গিয়েছে তাঁর। নতুন বছরে রোনাল্ডোর এই বিধ্বংসী মেজাজে গোল করার মেজাজ দেখে মুগ্ধ রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার দাভর সুকের। বলছেন, ‘‘রোনাল্ডো যে রকম ফর্মে রয়েছে, তাতে এই রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠতেই পারে।’’

যদিও রিয়াল ম্যানেজার জিনেদিন জিদানের চিন্তা অন্য জায়গায়। খেতাফের বিরুদ্ধে তিনি তাঁর বহুখ্যাত ‘বিবিসি’—বেল, বেঞ্জেমা, ক্রিশ্চিয়ানো-কে নামিয়েছিলেন। কিন্তু পিএসজি-র বিরুদ্ধে মঙ্গলবার রাতে শুরু থেকে আক্রমণে এই ত্রয়ী থাকবে কি না তা নিয়ে তিনি দোটানায়। তবে চোটপ্রাপ্ত লুকা মদ্রিচ ও টোনি ক্রুস-কে নিয়েই প্যারিস গিয়েছেন জিদান। দলের অধিনায়ক সের্জিও র‌্যামোস বলছেন, ‘‘প্রথম পর্বের মতোই সমান মনোনিবেশ করে খেলতে হবে। পিএসজি শক্ত প্রতিপক্ষ ওদের ঘরের মাঠে। তবে আমরাও তৈরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE