Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এগোলেন সিন্ধু, সাইনা, শ্রীকান্ত

তবে সিন্ধু-সাইনা-শ্রীকান্তরা এগোলেও ভারতের চার জন হেরে গিয়েছেন সিঙ্গলসের প্রথম রাউন্ডে। যার মধ্যে আছেন ইন্দোনেশিয়ায় পরপর দুই বিশ্বসেরাকে হারিয়ে হইচই ফেলে দেওয়া এইচএস প্রণয়ও।

বিজয়িনী: অস্ট্রেলিয়ান ওপেনে জয় দিয়ে শুরু সাইনার। ফাইল চিত্র

বিজয়িনী: অস্ট্রেলিয়ান ওপেনে জয় দিয়ে শুরু সাইনার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ০৬:০৪
Share: Save:

পিভি সিন্ধু, গত বারের চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল, সদ্য ইন্দোনেশিয়ান সুপার সিরিজ চ্যাম্পিয়ন কিদম্বি শ্রীকান্ত ও বি সাই প্রণীত অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

তবে সিন্ধু-সাইনা-শ্রীকান্তরা এগোলেও ভারতের চার জন হেরে গিয়েছেন সিঙ্গলসের প্রথম রাউন্ডে। যার মধ্যে আছেন ইন্দোনেশিয়ায় পরপর দুই বিশ্বসেরাকে হারিয়ে হইচই ফেলে দেওয়া এইচএস প্রণয়ও।

দুরন্ত ফর্মে থাকা শ্রীকান্ত ২১-১৩, ২১-১৬ হারান চিনা তাইপের কান চাও উ-কে। বি সাই প্রণীত প্রবল লড়াই করে জয় পান ১০-২১, ২১-১২, ২১-১০-এ ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোর বিরুদ্ধে। শ্রীকান্তের দ্বিতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বী বিশ্বের এক নম্বর সন ওয়ান হো। যাঁকে ইন্দোনেশিয়ান ওপেনের সেমিফাইনালে হারিয়েছিলেন তিনি। আর প্রণীতের দ্বিতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বী চিনের হুয়াং উশিয়াং।

মেয়েদের বিভাগে সাইনার কঠিন চ্যালেঞ্জ ছিল চতুর্থ বাছাই কোরিয়ার সুং জি হিউনের বিরুদ্ধে। তবে প্রাক্তন বিশ্বসেরা তাঁর প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়ে স্ট্রেট গেমে জেতেন ২১-১০, ২১-১৬। সাইনার এর পরের রাউন্ডে প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার সোনিয়া চিয়া। এ দিন জয়ের পরে হায়দরাবাদি তারকা টুইট করেন, ‘বিশ্বের পাঁচ নম্বরের বিরুদ্ধে আজ দারুণ লড়াই করে জিতলাম।’

তবে পিভি সিন্ধুর জন্য প্রথম রাউন্ডের লড়াই সহজ হয়নি। সদ্য ইন্দোনেশিয়া ওপেনে চ্যাম্পিয়ন জাপানের সায়াকা সাতোর বিরুদ্ধে এক ঘণ্টা পাঁচ মিনিট সিন্ধু প্রচুর লড়াই করে জেতেন ২১-১৭, ১৪-২১, ২১-১৮।

জয় পেয়েছেন ভারতের মেয়েদের ডাবলস জুটি অশ্বিনী পোনাপ্পা এবং এন সিকি রেড্ডিও। তাঁরা ২১-১১, ২১-১৩ হারান অস্ট্রেলিয়ার সুয়ান উ ওয়েন্ডি চেন এবং জেনিফার ট্যাম-কে। পুরুষদের ডাবলসে সতউইকসাইরাজ এবং চিরাগ শেট্টি হারান হংকং-য়ের জুটিকে ২০-২২, ২১-১৯, ২১-১১।

তবে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন প্রণয়, অজয় জয়রাম, পারুপাল্লি কাশ্যপ এবং সিরিল বর্মা। বিশ্বের এক নম্বর সন ওয়ান হো-র বিরুদ্ধে চোট থেকে ফেরা কাশ্যপ হারেন ২১-১৮, ১৪-২১, ২১-১৫। হারের পরে কাশ্যপ টুইট করেন, ‘আজ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সন ওয়ান হো-কে অভিনন্দন। এর আগের টুর্নামেন্টের চেয়ে কোর্টে উন্নতি করেছি বলেই মনে হচ্ছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE