Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রাজকোটে টি-টোয়েন্টি ম্যাচে ছয় ছক্কা জাড্ডুর

জামনগরের হয়ে এ দিন ওপেন করতে নেমেছিলেন জাডেজা। সঙ্গী ছিলেন দিব্যরাজ চৌহান, যিনি রঞ্জি ট্রফিতেও খেলেছেন সৌরাষ্ট্রের হয়ে। ইনিংসের ১৫ নম্বর ওভারে অফ স্পিনার নীলম ভামজার ওপর চড়াও হন বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট অলরাউন্ডার।

এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বাইরে থাকলেও স্থানীয় টি-টোয়েন্টি ম্যাচে ছক্কার নজির জাডেজার। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বাইরে থাকলেও স্থানীয় টি-টোয়েন্টি ম্যাচে ছক্কার নজির জাডেজার। ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০৪:২৮
Share: Save:

ভারতীয় দলের বাইরে থাকলেও বসে নেই রবীন্দ্র জাডেজা। চলছে তাঁর ব্যাটও। প্রথম শ্রেণির ক্রিকেটে যাঁর তিনটি ত্রিশতকের নজির রয়েছে, সেই জাডেজা এ বার স্থানীয় টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছ’টা ছয় হাঁকালেন।

এর আগে হারশেল গিবস, যুবরাজ সিংহ, গ্যারি সোবার্স, রবি শাস্ত্রীরাও ওভারের সব বলে ছয় হাঁকিয়েছেন। প্রথম দু’জন আন্তর্জাতিক ক্রিকেটে ও পরের দু’জন প্রথম শ্রেণির ক্রিকেটে। জাডেজা অবশ্য একই কীর্তি গড়েন স্থানীয় ক্রিকেটে। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার আন্তঃজেলা টুর্নামেন্টে এই কাণ্ড ঘটান তিনি। জামনগর দলের হয়ে আমরেলির বিরুদ্ধে ৬৯ বলে ১৫৪ রানের ইনিংস খেলার মাঝে এই কীর্তি করেন ভারতীয় অলরাউন্ডার। এ রকম আগ্রাসী পারফরম্যান্স যে দলের ব্যাটসম্যানের, তাদের এই ম্যাচে জেতারই কথা। জিতলেনও।

জামনগরের হয়ে এ দিন ওপেন করতে নেমেছিলেন জাডেজা। সঙ্গী ছিলেন দিব্যরাজ চৌহান, যিনি রঞ্জি ট্রফিতেও খেলেছেন সৌরাষ্ট্রের হয়ে। ইনিংসের ১৫ নম্বর ওভারে অফ স্পিনার নীলম ভামজার ওপর চড়াও হন বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১৯তম ওভারে রান আউট হয়ে যান জাডেজা। তাঁর দল জামনগর শেষ পর্যন্ত কুড়ি ওভারে ২৩৯-৬ তোলে। ১৫টি চার ও দশটি ছয়-সহ এই রান তোলেন তিনি। বিশ্বরাজ ২৩ বলে ৩৯ রান করেন।

ফের জাডেজা মাঠে নামবেন শনিবার। জামনগরের পরের ম্যাচ সেদিনই বোতাডের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Ravindra Jadeja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE