Advertisement
২০ এপ্রিল ২০২৪

বাবা-ছেলের লড়াই হল না, জিতল রিয়াল

বাবা-ছেলের লড়াই না দেখার হতাশা রিয়াল সমর্থকরা কিছুটা ভুললেন দল জয়ের সরণিতে ফেরায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল বেতিসের বিরুদ্ধে হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছেড়েছিলেন তাঁরা।

দর্শক: বেঞ্চে গ্যারেথ বেল। সামনে আলাভেস-এর ম্যাসকট। ছবি: টুইটার।

দর্শক: বেঞ্চে গ্যারেথ বেল। সামনে আলাভেস-এর ম্যাসকট। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৩:২৬
Share: Save:

লা লিগায় পিতা বনাম পুত্র দ্বৈরথ দেখার স্বপ্ন অধরাই থেকে গেল ফুটবলপ্রেমীদের।

রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে জিনেদিন জিদান শনিবার রিজার্ভ বেঞ্চেই ছিলেন। কিন্তু তাঁর ছেলে এনজো জিদান ফার্নান্দেজ-কে এ দিন রিয়ালের বিরুদ্ধে আঠারো জনের তালিকাতেই রাখেননি দেপোর্তিভো আলাভেস ম্যানেজার।

বাবা-ছেলের লড়াই না দেখার হতাশা রিয়াল সমর্থকরা কিছুটা ভুললেন দল জয়ের সরণিতে ফেরায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল বেতিসের বিরুদ্ধে হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছেড়েছিলেন তাঁরা। এ দিনও গোল পেলেন না সি আর সেভেন। আলাভেস-এর বিরুদ্ধে জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক দানি কাবালস। ম্যাচের দশ মিনিটে প্রথম গোল করেন তিনি। যদিও ৪০ মিনিটে সমতা ফেরান আলাভেস-এর মানু গার্সিয়া। কিন্তু তিন মিনিটের মধ্যেই ফের রিয়ালকে এগিয়ে দেন দানি।

দল জয়ে ফিরলেও উচ্ছ্বসিত নন জিদান। ম্যাচের পর রিয়াল ম্যানেজার বলেছেন, ‘‘তিন পয়েন্ট পেলেও সময়টা আমাদের ভাল যাচ্ছে না। এ দিনও হয়তো আমাদের পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়তে হতো।’’ তবে আগের ম্যাচের চেয়ে যে দল ভাল খেলেছে জানিয়েছেন তিনি। জিদান বলেছেন, ‘‘রিয়াল বেতিস ম্যাচের তুলনায় এ দিন আমাদের পারফরম্যান্স ভাল হয়েছে। কিন্তু এখনও প্রচুর উন্নতি করতে হবে।’’

লা লিগায় পরপর দু’টো ম্যাচেই গোল না করে মাঠ ছাড়লেন রোনাল্ডো। যদিও তা নিয়ে চিন্তিত নন জিদান। তাঁর বক্তব্য, ‘‘ক্রিশ্চিয়ানো গোল করলেই প্রশ্ন উঠতে শুরু করে। ও এই ম্যাচেও গোল করার লক্ষ্য নিয়ে মাঠে নিয়েছিল। তবে গোল পায়নি বলে রোনাল্ডো একেবারেই চিন্তিত নয়। সামনেই লম্বা মরসুম।’’

তবে জিদান উচ্ছ্বসিত রিয়ালের নতুন তারকাকে নিয়ে। বলেছেন, ‘‘দানি প্রমাণ করছে, রিয়ালের হয়ে খেলার যোগ্যতা ওর আছে। দু’টো গোলই দারুণ করেছে। সবচেয়ে বড় কথা দানি সব সময় শিখতে চায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE