Advertisement
২০ এপ্রিল ২০২৪

লড়াই চালিয়ে যাবেন জিদান

স্প্যানিশ লিগ এবং কাপে একের পর এক ধাক্কা খাওয়ার পরে ম্যানেজার জিদানের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে পড়ে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্যারিস সঁ জারমঁ-কে হারানোর পরে ছবি কিছুটা বদলেছে।

জিদান। —ফাইল চিত্র।

জিদান। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪৪
Share: Save:

কাগজে কলমে লড়াইটা লিগের তেরো নম্বর দলের সঙ্গে। কিন্তু লেগানেস ম্যাচের একটা আলাদা গুরুত্ব আছে রিয়াল মাদ্রিদের কাছে। কিছু দিন আগে এই লেগানেসের কাছে হেরেই কোপা দেল রে-র লড়াই থেকে ছিটকে যান রোনাল্ডোরা। এ বার তাঁদের সামনে বদলা নেওয়ার সুযোগ।

তবে এই লড়াইয়ে খুব সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে পাচ্ছে না রিয়াল। ম্যানেজার জিনেদিন জিদান যা ইঙ্গিত দিয়েছেন, তাতে এই ম্যাচে বিশ্রামেই থাকতে পারেন রোনাল্ডো। রিয়াল জিতলেও অবশ্য তাদের পক্ষে লা লিগা জেতা কঠিন। কারণ বার্সেলোনা (২৪ ম্যাচে ৬২) আপাতত অনেকটাই এগিয়ে রয়েছে রিয়ালের (২৩ ম্যাচে ৪৫) থেকে। রোনাল্ডোরা একটা ম্যাচ কম খেললেও এই অবস্থা থেকে লিওনেল মেসির বার্সেলোনাকে ধরা তাঁদের পক্ষে রীতিমতো কঠিন হবে।

স্প্যানিশ লিগ এবং কাপে একের পর এক ধাক্কা খাওয়ার পরে ম্যানেজার জিদানের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে পড়ে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্যারিস সঁ জারমঁ-কে হারানোর পরে ছবি কিছুটা বদলেছে। লেগানেস ম্যাচের আগে আত্মবিশ্বাসী জিদান বলেছেন, ‘‘মাঝে মাঝে হয়তো আলোচনা শুনে মনে হয় যে আমার ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে। আমি একটা কথা বলে দিতে চাই। যত দিন না ক্লান্ত হয়ে পড়ছি, তত দিন এই কাজটা করে যাব।’’ এখানেই শেষ নয়। জিদান আরও বলেছেন, ‘‘আমি লড়াই চালিয়ে যাব। আমি একটা একটা দিন ধরেই এগোতে চাই। সে চুক্তি স্বল্প বা দীর্ঘ মেয়াদি, যা-ই হোক না কেন।’’

লেগানেসের বিরুদ্ধে মর্যাদার ম্যাচ হলেও জিদানের অঙ্কে নেই রোনাল্ডো। মঙ্গলবার তিনি বলেছেন, ‘‘আমি জানি না, কত বছর ধরে রোনাল্ডো টানা ৬০-৭০টা ম্যাচ খেলে এসেছে। ও থামতে চায় না। কিন্তু মাঝে মাঝে এমন একটা সময় আসে, যখন টিমের ভবিষ্যতের কথা ভেবে, রোনাল্ডোর নিজের কথা ভেবে ওকে বিশ্রাম দিতে হয়। এটা সবার উপকারের জন্যই।’’ রোনাল্ডোকে অবশ্য মঙ্গলবারের প্র্যাক্টিসে দেখা গিয়েছে। জিদানের আর একটা সমস্যা হতে পারে লুকা মড্রিচের চোট। লেগানেসের ঘরের মাঠে নামার আগে চোট সমস্যায় ভুগছেন লুকা। যা নিয়ে জিদান বলেছেন, ‘‘মড্রিচের পায়ে যন্ত্রণা আছে। এখন যা অবস্থা, তাতে ও প্র্যাক্টিস করছে না। তবে আমার সাপোর্ট স্টাফের ওপর সম্পূর্ণ ভরসা আছে। দেখা যাক কী হয়।’’

তাঁর আর এক অস্ত্র গ্যারেথ বেল-কে নিয়ে জিদান বলেছেন, ‘‘গ্যারেথ সব সময় নিজের সেরাটা দিতে চেষ্টা করে। আমি সবাইকে বলি, টিমের জন্য সেরাটা দাও। গ্যারেথ সেই কাজটা করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE