Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফিল্ডিংয়ের সময় চহাল কেন চশমা পরে জানেন?

ওয়ান ডে সিরিজ এবং টি২০-তে চহালকে দেখা গিয়েছে ফিল্ডিং করার সময় চশমা পরে থাকতে। বোলিং বা ব্যাটিংয়ের সময় কিন্তু চশমা পরেন না চহাল। রহস্যটা ঠিক কী? ফাঁস করলেন চহালের বাবা।

ওয়ান ডে সিরিজে চশমা পরেই ফিল্ডিং করতে দেখা গিয়েছে চাহালকে।

ওয়ান ডে সিরিজে চশমা পরেই ফিল্ডিং করতে দেখা গিয়েছে চাহালকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫১
Share: Save:

রিস্টস্পিন। কুলদীপ এবং তাঁর হাত ধরে এই শব্দের সঙ্গে যেন নতুন ভাবে পরিচিত হয়েছে ক্রিকেট বিশ্ব। ওয়ান ডে-তে তাঁর ঘূর্ণিতে যত নাকানিচোবানি খেয়েছেন ব্যাটসম্যানরা, ততই তাঁকে নিয়ে বেড়েছে সমর্থকদের আগ্রহ।

সেই যুজবেন্দ্র চহালকে নিয়ে এখন নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফিল্ডিংয়ের সময় তিনি চশমা পরেন কেন?

ওয়ান ডে সিরিজ এবং টি২০-তে চহালকে দেখা গিয়েছে ফিল্ডিং করার সময় চশমা পরে থাকতে। বোলিং বা ব্যাটিংয়ের সময় কিন্তু চশমা পরেন না চহাল। রহস্যটা ঠিক কী? ফাঁস করলেন চহালের বাবা।

আরও পড়ুন: ওয়ানডে-তে সচিনের যে রেকর্ডগুলি ভেঙে দিতে পারেন বিরাট

ছেলের চশমা পরা নিয়ে বলেন, “দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক আগে চোখ দেখাতে গিয়েছিল ও। চোখের কোনও সমস্যা না থাকলেও তাঁকে চিকিত্সক বলেন, সম্ভব হলে মাঝে মধ্যে চশমা পরতে। এর পর থেকে ও নিজেই ঠিক করেছে, বল বা ব্যাট করার সময় না হলেও ফিল্ডিংয়ের সময়ে চশমা পরবে।”

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই চহাল সরকারি চাকরিতে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি। দিল্লিতে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসাবে যোগ দেবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yuzvendra Chahal Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE