Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Roger Federer

স্ট্রেট সেটে নাদালকে উড়িয়ে দিলেন ফেডেরার

বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়কে কার্যত অসহায় দেখায় উইম্বেলডন জয়ী ফেডেরারের সামনে। ফেডেরারে ট্রেডমার্ক ‘ব্যাকহ্যান্ড’-র কাছে বহু বার পরাস্থ হতে হয় নাদালকে।

ম্যাচ শেষে ট্রফি হাতে রজার ফেডেরার। পাশে রানার্স ট্রফি হাতে রাফায়েল নাদাল।

ম্যাচ শেষে ট্রফি হাতে রজার ফেডেরার। পাশে রানার্স ট্রফি হাতে রাফায়েল নাদাল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ২০:০৯
Share: Save:

রবিবার সাংহাই মাস্টর্সের ফাইনালে রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সুইস তারকা রজার ফেডেরার। রজারের পক্ষে খেলার ফল ৬-৪, ৬-৩।

এ দিন ম্যাচের শুরু থেকেই দুই কিংবদন্তির ম্যাচকে ঘিরে পারদ চড়তে থাকে কুইজং ফরেস্ট স্পোর্টস সিটি এরিনায়। ভারা গ্যালারি যখন উত্তেজনায় ফুটছে, তখন কোর্ট মাতাতে ব্যাস্ত ফেডেরার।

আরও পড়ুন: হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারাল ভারত

আরও পড়ুন: অবসাদে আত্মঘাতী আইজলের প্রাক্তন ফুটবলার, শোকের ছায়া ফুটবল মহলে

সেই সময় বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়কে কার্যত অসহায় দেখায় উইম্বেলডন জয়ী ফেডেরারের সামনে। ফেডেরারে ট্রেডমার্ক ‘ব্যাকহ্যান্ড’-র কাছে বহু বার পরাস্থ হতে হয় নাদালকে। ফাইনালের লড়াইয়ে কাজে আসেনি নাদালের বিখ্যাত ফোরহ্যান্ডও। নাদালের আনফোর্স এররের সংখ্যাও ছিল চোখে পড়ার মত।

টেনিস সার্কিটের অন্যতম দুই নক্ষত্রের লড়াইয়ের সাক্ষী থাকতে এ দিন ফরেস্ট স্পোর্টস এরিনায় হাজির ছিলেন অসংখ্য টেনিস সমর্থক। কেউ স্পেনের পতাকা নিয়ে নাদালের হয়ে গলা ফাটাচ্ছেন, তো কেউ সুইৎজারল্যান্ডের জাতীয় পতাকা নিয়ে রজারের সমর্থনে হাজির ছিলেন স্টেডিয়ামে। তবে, এ দিনটা ছিল না স্প্যানিস সমর্থকদের জন্য। তবে, প্রিয় খেলয়াড় নদাল হারলেও, ম্যাচ শেষে রজারকে অভিবাদন জানান স্প্যানিস সমর্থকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE