Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ATP Rankings

উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ে উঠলেন রজার

শীর্ষে যেতে এখনও পেড়তে হবে আরও দু’ধাপ। সামনে রয়েছেন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। চারে নোভাক জকোভিচ ও স্তান ওয়ারিঙ্কা।

রজার ফেডেরার। ছবি: এপি।

রজার ফেডেরার। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ১৯:০২
Share: Save:

উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে এটিপি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠলেন রজার। সোমবারই রেকর্ড অষ্টমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন রজার ফেডেরার। স্ট্রেট সেটে হারালেন মারিন চিলিচকে। সঙ্গে ১৯টি গ্র্যান্ডস্লাম। পাঁচ থেকে দু’ধাপ উঠে তিনে পৌঁছে গেলেন তিনি। শীর্ষে যেতে এখনও পেড়তে হবে আরও দু’ধাপ। সামনে রয়েছেন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। চারে নোভাক জকোভিচ ও স্তান ওয়ারিঙ্কা।

আরও খবর: আজ থেকে বলব না রড লেভার শ্রেষ্ঠ, এখন রাজা শুধু রজার

যদিও শীর্ষে থাকা অ্যান্ডি মারে ছিটকে গিয়েছিলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে। রাফা অবশ্য আরও আগে। তিনি বেরিয়ে যান চতুর্থ রাউন্ড থেকেই। বিশ্ব টেনিসের দুই সেরা তারকা বেরিয়ে যেতেই যেন রাস্তাটা আরও পরিষ্কার হয়ে গিয়েছিল ফেডেরারের জন্য। চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করে দিলেন গ্রাস কোর্টে তাঁর আধিপত্ত এখনও কমেনি। উইম্বলডন ফাইনালে রজারের প্রতিপক্ষ মারিন চিলিচ রয়েছেন ছ’য়ে।

এটিপি র‌্যাঙ্কিং

১) অ্যান্ডি মারে ৭.৭৫০ পয়েন্ট

২) রাফায়েল নাদাল ৭.৪৬৫ পয়েন্ট

৩) রজার ফেডেরার ৬.৫৪৫ পয়েন্ট

৪) নোভাক জকোভিচ ৬.৩২৫ পয়েন্ট

৫) স্তান ওয়ারিঙ্কা ৬.১৪০ পয়েন্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE