Advertisement
২০ এপ্রিল ২০২৪
Serena Williams

আগামী অস্ট্রেলীয় ওপেনে দেখা যেতে পারে সেরেনা উইলিয়ামসকে

মঙ্গলবার সেরেনার কোর্টে ফেরার সম্ভাবনা উজ্জ্বল করলেন অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ টাইলি। এ দিন সাংবাদিক সম্মেলনের পর ক্রেগ বলেন, “নিজের খেতাবকে ধরে রাখতে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে ফিরবেন সেরেনা উইলিয়ামস।"

ফের একবার এই দৃশ্য দেখার অপেক্ষায় সেরেনায় সমর্থকরা।

ফের একবার এই দৃশ্য দেখার অপেক্ষায় সেরেনায় সমর্থকরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ২১:৫৮
Share: Save:

প্রেগনেন্সির কারণে দীর্ঘ এক বছর টেনিস কোর্ট থেকে দূরে থাকার পর আবার হয়তো পুরোপুরি সার্কিটে ফিরতে চলেছেন সেরেনা উইলিয়ামস। মঙ্গলবার সেরেনার কোর্টে ফেরার সম্ভাবনা উজ্জ্বল করলেন অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ টাইলি। এ দিন সাংবাদিক সম্মেলনের পর ক্রেগ বলেন, “নিজের খেতাবকে ধরে রাখতে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে ফিরবেন সেরেনা উইলিয়ামস। টেনিস কোর্টে আমরা ওকে স্বাগত জানাতে প্রস্তুত।”

আরও পড়ুন: কর্নারের ঠিক আগেই প্ল্যানের পরিবর্তন: জিকসেন

আরও পড়ুন: স্ত্রীর ছবি পোস্ট করে টুইটারে ট্রোলড ভাজ্জি

টাইলি আরও বলেন, “মানসিক এবং শারীরিক দিক থেকে যথেষ্ট ফিট সেরেনা। আট সপ্তাহ অন্তঃসত্বা থাকা অবস্থায় গত বছর অস্ট্রেলীয় ওপেনে খেলেছিল সেরেনা।”

অন্য দিকে, ক্রেগ টাইলি আরও জানান আগামী বছরের অস্ট্রেলীয় ওপেন ট্রফিতে নিজের নাম দেখতে চান সেরেনা। যেহেতু অস্ট্রেলীয় ওপেনের আদ্যক্ষর ‘এ ও’ এবং সেরেনার মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়ার নামের আদ্যক্ষরও ‘এ ও’, তাই ওই ট্রফিতে নিজের নাম দেখতে চাইছেন সেরেনা। আগামী বছরের ১৫ জানুযারী থেকে শুরু হবে অস্ট্রেলীয় ওপেন। চলবে ২৮ জানুযারী পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE