Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া আফ্রিদির ক্যাচ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শুক্রবার পাকিস্তান সুপার লিগ(পিএসএল)-এর ম্যাচ চলছিল করাচি কিঙ্গস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের মধ্যে। আর এই ম্যাচেই দারুণ এক ক্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন আফ্রিদি।

এই সেই ক্যাচ। ছবি টুইটার।

এই সেই ক্যাচ। ছবি টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৫
Share: Save:

‘ক্যাচেস উইনস্ ম্যাচেস’— ক্রিকেটে চিরন্তন সত্য এই প্রবাদটি। একটি ক্যাচ কী ভাবে ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারে তার অজস্র নিদর্শন আছে ক্রিকেট সার্কিটে। জন্টি রোডস থেকে ডেভিড ওয়ার্নার বা যুবরাজ সিংহরা— ফিল্ডিংকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন।

বর্তমানে যখন প্রতিটি দলই ফিল্ডিংয়ের উন্নতিতে জোর দিচ্ছে, তখনও খারাপ ফিল্ডিংয়ের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের বদনাম রয়েই গিয়েছে। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারেরাও যে ফিল্ডার হিসেবে খুব মন্দ নন, তা ৩৭ বছর বয়সেও দেখিয়ে দিলেন শাহিদ আফ্রিদি

শুক্রবার পাকিস্তান সুপার লিগ(পিএসএল)-এর ম্যাচ চলছিল করাচি কিঙ্গস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের মধ্যে। আর এই ম্যাচেই দারুণ এক ক্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন আফ্রিদি।

কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের ইনিংসের ঘটনা। মহম্মদ ইরফানের লেন্থ বলকে বাঁ-হাতি ব্যাটসম্যান উমর আমিন গ্যালারির বাইরে পাঠানোর চেষ্টা করলে সেই বলকে লাফিয়ে এক হাতে তালুবন্দি করেন আফ্রিদি। ক্যাচ নিতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেললেও বলকে ছুড়ে দিয়ে ফের মাঠের ভিতর ঢুকে ধরে নেন সেই ক্যাচ।

শহিদ আফ্রিদির এই ক্যাচের পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটের সেরা পাঁচ ক্যামিও

এক সমর্থক লেখেন, “সত্যিই বয়সটা শহিদের কাছে কোনও ফ্যাক্টর নয়। অভিষেকের ২১ বছর পরও সমর্থকদের বিনোদন আর আনন্দ দিয়ে চলেছেন শাহিদ। ওই করাচির আসল রাজা!”

আরেক জন ২০০৯ সালে নেওয়া শাহিদের একটি ক্যাচের প্রসঙ্গ তুলে এনে বলেন, “শহিদ আফ্রিদির এই দিনের ক্যাচ আমাকে ২০০৯ সালে নেওয়া লালার একটি ক্যাচের কথা মনে করিয়ে দিল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Shahid Afridi Catch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE