Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

পিসিবি-তে শোয়েব, হতাশ সমর্থকরা

নাজম শেঠির টুইটের পরই প্রতিক্রিয়া আসতে থাকে সমর্থকদের। কেউই পিসিবি-র এই সিদ্ধান্তকে ভালভাবে নেননি। নাজম শেঠি টুইটে লেখেন, ‘‘শোয়েব আখতারকে আমরা ক্রিকেট অ্যাফেয়ার্সের চেয়ারম্যানের উপদেষ্টা ও বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হল।’’

শোয়েব আখতার। —ফাইল চিত্র।

শোয়েব আখতার। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৬
Share: Save:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল শোয়েব আখতারকে। কিন্তু পিসিবি-র এই সিদ্ধান্ত বেজায় অসন্তুষ্ট সেই দেশের ক্রিকেট সমর্থকরা। এ ছাড়া আরও বড় দায়িত্ব দেওয়া হল শোয়েবকে। চেয়ারম্যান অফ ক্রিকেট অ্যাফেয়ার্সের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হল তাঁকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি এই খবর টুইট করে জানান।

নাজম শেঠির টুইটের পরই প্রতিক্রিয়া আসতে থাকে সমর্থকদের। কেউই পিসিবি-র এই সিদ্ধান্তকে ভালভাবে নেননি। নাজম শেঠি টুইটে লেখেন, ‘‘শোয়েব আখতারকে আমরা ক্রিকেট অ্যাফেয়ার্সের চেয়ারম্যানের উপদেষ্টা ও বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হল।’’ পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা এই খবরে রীতিমতো অবাক। সমালোচনা করতেও পিছপা হয়নি। কেউ বলেন, ‘খারাপ পছন্দ’ আবার কেউ বলেন, ‘খারাপ সিদ্ধান্ত’। কারও প্রশ্ন, ‘কী উপদেশ দিতে হবে, কোনও কাজের লোক নেওয়া হয়েছিল।’

নাজম শেঠির টুইটে পাল্টা টুইট করেছেন শোয়েব আখতারও। তিনি লেখেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করতে মুখিয়ে রয়েছি। আমাকে বেছে নেওয়া জন্য আমি গর্বিত। যে মানসিকতা নিয়ে খেলতাম সেই মানসিকতা নিয়েই এই কাজ করব।’

আরও পড়ুন
অভিধান কিনুন, পরামর্শ শাস্ত্রীর

অতীতে শোয়েবের গলায় এই নাজম শেঠিরই অনেক সমালোচনা শোনা গিয়েছে। আবার তাঁর হাত ধরেই শোয়েবের পিসিবিতে ঢুকে পড়া বেশ তাৎপর্যপূর্ণ। শোয়েব এমনও বলেছিলেন ‘‘শেঠির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট পিছিয়ে পড়ছে।’’ শোয়েব আখতারের কাজ আসলে কী তা এখনও পরিষ্কার নয়। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ৪৬টি টেস্ট ১৬৩টি ওডিআউ ও ১৫টি টি২০ খেলেছেন দেশের জার্সিতে। !

অতীতে শোয়েবের গলায় এই নাজম শেঠিরই অনেক সমালোচনা শোনা গিয়েছে। আবার তাঁর হাত ধরেই শোয়েবের পিসিবিতে ঢুকে পড়া বেশ তাৎপর্যপূর্ণ। শোয়েব এমনও বলেছিলেন ‘‘শেঠির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট পিছিয়ে পড়ছে।’’ শোয়েব আখতারের কাজ আসলে কী তা এখনও পরিষ্কার নয়। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ৪৬টি টেস্ট ১৬৩টি ওডিআউ ও ১৫টি টি২০ খেলেছেন দেশের জার্সিতে।

অতীতে শোয়েবের গলায় এই নাজম শেঠিরই অনেক সমালোচনা শোনা গিয়েছে। আবার তাঁর হাত ধরেই শোয়েবের পিসিবিতে ঢুকে পড়া বেশ তাৎপর্যপূর্ণ। শোয়েব এমনও বলেছিলেন ‘‘শেঠির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট পিছিয়ে পড়ছে।’’ শোয়েব আখতারের কাজ আসলে কী তা এখনও পরিষ্কার নয়। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ৪৬টি টেস্ট ১৬৩টি ওডিআউ ও ১৫টি টি২০ খেলেছেন দেশের জার্সিতে। !

অতীতে শোয়েবের গলায় এই নাজম শেঠিরই অনেক সমালোচনা শোনা গিয়েছে। আবার তাঁর হাত ধরেই শোয়েবের পিসিবিতে ঢুকে পড়া বেশ তাৎপর্যপূর্ণ। শোয়েব এমনও বলেছিলেন ‘‘শেঠির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট পিছিয়ে পড়ছে।’’ শোয়েব আখতারের কাজ আসলে কী তা এখনও পরিষ্কার নয়। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ৪৬টি টেস্ট ১৬৩টি ওডিআউ ও ১৫টি টি২০ খেলেছেন দেশের জার্সিতে। !

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE