Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

বিরাটদের ‘পে হাইক’এর চাহিদাকে সমর্থন সৌরভের

বিসিসিআই-এর ভূমিকায় খুশি সৌরভ। নিজের সময়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘আমি যখন ১৯৯১এ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম তখন ৩০ হাজার টাকা পেয়েছিলাম। সেটাই ছিল যখন শেষ করেছিলাম ২০১৩তে। আমি বিরাট পরিবর্তন দেখতে পাচ্ছি।’’

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ২০:৪৬
Share: Save:

বৃহস্পতিবার ভারতীয় দলের ‘পে হাইক’এর চাহিদাকে সঠিক বললেন, প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এ দিনই সিওএ-র সামনে নিজেদের দাবি নিয়ে হাজির হয়েছিলেন বিরাট কোহালি, এমএস ধোনি ও রবি শাস্ত্রী। তার অনেকটাই মেনে নিয়েছে সিওএ। তা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘প্লেয়ারদের অবশ্যই টাকা দিতে হবে। কেন নয়? বোর্ড অনেক টাকা রোজগার করছে। প্লেয়ারদেরও সেটা প্রাপ্য। যখন বিরাট কোহালি খেলেন তখন পুরো দেশ দেখে।’’

সৌরভের মতে, বোর্ডের আরও বেশি ক্রিকেটারদের নিয়ে ভাবা উচিত কারণ তাঁদের ক্রিকেট জীবন খুবই কম সময়ের হয়। বলেন, ‘‘খুব বেশি হলে এক একজন ক্রিকেটারের জীবন ১৫ বছর। বেশিরভাগই ১৫ বছর পর্যন্ত খেলতে পারে না। খুব কম রয়েছেন যারা ২০ বছর খেলেছে। তাই আমি এই পে হাইকে পক্ষে।’’

তবে বিসিসিআই-এর ভূমিকায় খুশি সৌরভ। নিজের সময়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘আমি যখন ১৯৯১এ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম তখন ৩০ হাজার টাকা পেয়েছিলাম। সেটাই ছিল যখন শেষ করেছিলাম ২০১৩তে। আমি বিরাট পরিবর্তন দেখতে পাচ্ছি।’’

আরও পড়ুন

প্লেয়ারদের ‘পে হাইক’এর দাবি মেনে নিল সিওএ

শেষবার প্লেয়ারদের সেন্ট্রাল চুক্তি দ্বিগুন করা হয়েছিল। গ্রেড ‘এ’ প্লেয়ারদের টাকা এক কোটি থেকে বাড়িয়ে দু’কোটি করে দেওয়া হয়েছিল। সৌরভের মতে, প্লেয়াররা দারুণ ফর্মে রয়েছে। বিশেষ করে বিরাট কোহালি তো ফর্মের তুঙ্গে রয়েছে। তাঁর মতে, ট্যুরে যাওয়ার আগে এই বিষয়টি নিশ্চিত করেই পাঠানো উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE