Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ইরানের গতিতে চিন্তায় স্পেন

প্রি কোয়ার্টারে ছন্দ থাকা ফ্রান্সকে হার মানতে হয়েছিল তিকি তাকার কাছে। যা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে স্পেনের। তার আগে পর্যন্ত সে রকম ছন্দে ছিল না স্পেনের ফুটবলাররা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ০৪:১১
Share: Save:

ইউরোপ বনাম এশিয়া। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এশিয়ার একমাত্র প্রতিনিধি ইরানের লড়াই স্পেনের সঙ্গে। যার আগে স্পেনের কোচ জানিয়ে দিচ্ছেন, ইরানের বিরুদ্ধে তাঁর দল যথেষ্ট সতর্কই থাকবে।

এই বিশ্বকাপে জার্মানিকে চার গোল দিয়ে শুরু করা ইরান কিন্তু সবাইকে চমকে দিয়েছে। যার জন্য স্পেনের এই বাড়তি সতর্কতা। কোচিতে স্প্যানিশ কোচ সান্তিয়াগো দেনিয়া বলেছেন, ‘‘আমরা জানি আমাদের সামনে কাজটা মোটেই সহজ নয়। ইরান কোয়ার্টার ফাইনালে উঠেছে, কারণ ওদের সেই যোগ্যতা আছে। ওরা চারটে ম্যাচই জিতেছে। এই টুর্নমেন্টে অন্যতম সেরা দল ইরান। রক্ষণ থেকে আক্রমণ— সবেতেই ওরা যথেষ্ট শক্তিশালী।’’

আরও পড়ুন: জার্মান আক্রমণের সামনে বড় পরীক্ষা ব্রাজিল রক্ষণের

প্রি কোয়ার্টারে ছন্দ থাকা ফ্রান্সকে হার মানতে হয়েছিল তিকি তাকার কাছে। যা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে স্পেনের। তার আগে পর্যন্ত সে রকম ছন্দে ছিল না স্পেনের ফুটবলাররা। কোচ বলছেন, ‘‘ব্রাজিল ম্যাচের পরে আমাদের দলে কিছু পরিবর্তন হয়েছে। ইরানের বিরুদ্ধেও হতে পারে।’’ নিজেদের দলের রক্ষণ নিয়ে সান্তিয়াগো বলেছেন, ‘‘ডিফেন্স নিয়ে আমাদের একটা চিন্তা আছে। উন্নতি করার জায়গা অবশ্যই আছে। তবে ইরানের বিরুদ্ধে ম্যাচে অন্য খেলা হবে।’’

ইরানি ফুটবলারদের গতি নিয়ে যে কিছুটা চিন্তিত আছেন স্প্যানিশ কোচ, তা তাঁর কথায় পরিষ্কার। সান্তিয়াগো বলেছেন, ‘‘আপনারা ইরানের যে সব ফুটবলারের কথা বলছেন, তারা সবাই খুব দ্রুতগতির ফুটবলার। সুযোগ পেলে ওরা কিন্তু স্পেনের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে।’’

রবিবারে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ

স্পেন বনাম ইরান (বিকেল ৫.০০। সোনি টেন টু)

ব্রাজিল বনাম জার্মানি (রাত ৮.০০। সোনি টেন টু)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE