Advertisement
২০ এপ্রিল ২০২৪

আম্পায়ারিং নিয়ে তোপ শ্রীকান্তের

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা যখন এ বারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকে সার্ভিসের নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনই আঁচ করা গিয়েছিল এই নিয়ে টুর্নামেন্টের সময় বিতর্ক উঠতে পারে। সেটাই হল এবং সেই বিতর্কে জড়িয়ে গেল ভারতীয় খেলোয়াড়দের নাম।

ক্ষুব্ধ: ঘন ঘন সার্ভিস ফল্ট ডাকায় হতাশ কিদম্বি শ্রীকান্ত। ফাইল চিত্র

ক্ষুব্ধ: ঘন ঘন সার্ভিস ফল্ট ডাকায় হতাশ কিদম্বি শ্রীকান্ত। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৫:২৩
Share: Save:

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা যখন এ বারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকে সার্ভিসের নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনই আঁচ করা গিয়েছিল এই নিয়ে টুর্নামেন্টের সময় বিতর্ক উঠতে পারে। সেটাই হল এবং সেই বিতর্কে জড়িয়ে গেল ভারতীয় খেলোয়াড়দের নাম।

বৃহস্পতিবারই দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে যাওয়া ভারতের পুরুষদের মধ্যে এক নম্বর সিঙ্গলস তারকা কিদম্বি শ্রীকান্ত সার্ভিস ফল্ট এবং আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা শ্রীকান্ত ১১-২১, ২১-১৫, ২০-২২ হারেন চিনের অবাছাই খেলোয়াড় হুয়াং উশিয়াং-এর বিরুদ্ধে। ম্যাচে শ্রীকান্তের টানা কয়েকটি সার্ভিস ফল্ট ধরেন আম্পায়ার। তাতে প্রচণ্ড বিরক্ত শ্রীকান্ত ম্যাচের পরে বলেছেন, ‘‘প্রথম গেমটাতে প্রচুর সার্ভিস ফল্ট হয়েছে। আমি এটা আশা করিনি। প্রথম রাউন্ডের ম্যাচে গত কাল আমার একটাও সার্ভিস ফল্ট হয়নি। আজ সেটা পুরো পাল্টে গেল! একটা টুর্নামেন্টে এ রকম হওয়া ঠিক নয়। একটা নির্দিষ্ট নিয়ম থাকা উচিত।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আম্পায়ার আগের দিন কোনও ভুল খুঁজে পেলেন না সার্ভিসে আর আজ যে আম্পায়ার দায়িত্বে ছিলেন তিনি এত ভুল খুঁজে পেলেন। এটা খুবই হাস্যকর।’’

শুধু শ্রীকান্তই নয়, একই রকম অভিযোগ করেছেন ভারতের ডাবলস খেলোয়াড় চিরাগ শেট্টিও। তিনি অবশ্য আম্পায়ারের দিকে আঙুল তোলেননি। বৃহস্পতিবার দেশের উঠতি পুরুষ ডাবলস জুটি সাতউইকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগের জুটি প্রায় অঘটন ঘটিয়ে ফেলেছিলেন দ্বিতীয় বাছাই ডেনমার্কের ম্যাথিয়াস বোয়া এবং কার্স্টেন মরগেনসেনের বিরুদ্ধে। কিন্তু মোক্ষম সময়ে কয়েকটি সার্ভিস ফল্ট তাদের বিরুদ্ধে যায়। ম্যাচও হাতছাড়া হয়ে যায় ১৬-২১, ২১-১৬, ২১-২৩-এ। ম্যাচের পরে চিরাগ বলেছেন, ‘‘তৃতীয় গেমের শেষ দিকে প্রতি দু’তিন পয়েন্ট অন্তর আমাদের ফল্ট হওয়াটা খুবই দুর্ভাগ্যের।’’

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা এ বছর সমস্ত বড় টুর্নামেন্টে সার্ভিসের নতুন নিয়ম চালু করতে চাইছে। নতুন নিয়ম অনুযায়ী, ‘র‌্যাকেট যখন শাটল-এ লাগবে তখন শাটল মাটি থেকে ১.১৫ মিটারের বেশি উচুঁতে থাকতে পারবে না।’ এ মাসের গোড়ায় জার্মান ওপেন থেকে এই নিয়ম শুরু করা হয়েছে। যাঁর সমালোচনা করেছেন ভারতের আর এক খেলোয়াড় এন সিকি রেড্ডিও। টুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সার্ভিস জাজের বিতর্কিত ফল্ট ধরার সময়। সঙ্গে লিখেছেন, ‘এই ভাবে বিডব্লিউএফ এবং সার্ভিস জাজ আমাদের কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলছে। সব দেখে মনে হচ্ছে আমাদের এত বছরের পরিশ্রমের কোনও মূল্যই দেন না তাঁরা। (একশো জনের মধ্যে এক জনও মানতে চাইবেন না এগুলো ফল্ট সার্ভ)।’

এর আগে সার্ভিসের এই নতুন নিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন বিশ্বের বহু নামী খেলোয়াড়। যার মধ্যে আছেন পি ভি সিন্ধু, লিন ড্যান, লি চং উই, ভিক্টর অ্যাক্সেলসেন। তালিকায় আছেন ভারতের কোচ পুল্লেলা গোপীচন্দ এবং ডেনমার্কের কেনেথ জোহানসনও। তাঁরা বলেছেন, ‘এই নিয়ম চালু করা মানে লম্বা খেলোয়াড়দের উপর অবিচার করা।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Srikanth Kidambi badminton Complain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE