Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Taskin Ahmed

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই আচমকা বিয়ে করে ফেললেন তাসকিন

বছর খানেক আগে দুই পরিবারের সম্মতিতে আংটি বদলও হয় তাঁদের। এ বার হঠাত্ করে বিয়েটাও হয়ে গেল। বিয়ে প্রসঙ্গে তাসকিনের বাবা আব্দুর রশিদ জানান, ‘হঠাৎ করেই বিয়ের আয়োজন করেছি, পরে বড় অনুষ্ঠান হবে।’

স্ত্রী সৈয়দা রাবেয়া নাইমার সঙ্গে তাসকিন আহমেদ।—নিজস্ব চিত্র।

স্ত্রী সৈয়দা রাবেয়া নাইমার সঙ্গে তাসকিন আহমেদ।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ১৯:২৮
Share: Save:

মঙ্গলবার ভোরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে ফিরেছে বাংলাদেশ দল। আর রাতেই বরের সাজে তাসকিন আহমেদ। দীর্ঘ দিনের ভালোবাসার মানুষ সৈয়দা রাবেয়া নাইমাকে বিয়ে করলেন ২২ বছর বয়সী পেসার। নাইমা ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউব)-তে পড়তেন অর্থনীতিতে। তাসকিনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বছর খানেক আগে দুই পরিবারের সম্মতিতে আংটি বদলও হয় তাঁদের। এ বার হঠাত্ করে বিয়েটাও হয়ে গেল। বিয়ে প্রসঙ্গে তাসকিনের বাবা আব্দুর রশিদ জানান, ‘হঠাৎ করেই বিয়ের আয়োজন করেছি, পরে বড় অনুষ্ঠান হবে।’

আরও পড়ুন: হ্যাপি বার্থ-ডে লক্ষ্মণ, কী বললেন সচিন-সহবাগরা

আরও পড়ুন: এক নজরে দেখে নেওয়া যাক আশিস নেহরার সর্বকালীন সেরা পাঁচ স্পেল

বিয়ে শেষে পরিজনদের সঙ্গে তাসকিন।

এ দিকে, মঙ্গলবার রাতে খবরটা শোনার পর থেকেই মন খারাপ তাসকিনের প্রমীলা ভক্তদের। প্রিয় ক্রিকেটার তাসকিনের বিয়ে হয়ে গেছে, এটা মানতে পারছেন না অনেকেই। কাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তাঁদের হৃদয় ভাঙার কথা।

শুধু পোস্ট আর কমেন্ট নয়, তাসকিনের বিয়ে মানি না বলে ফেসবুকে দু’দিন ব্যাপী একটি ইভেন্ট পেজও খোলা হয়ে গেছে!

২০১৪ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তাসকিনের খেলার ভক্তের সাথে সাথে প্রতিনিয়ত বেড়েছে ব্যক্তি তাসকিনের ভক্তও। তার মেয়ে ভক্তরা যে শুধু কিশোরীই তা কিন্তু নয়; বয়স, পেশা নির্বিশেষে তাসকিনের মহিলা ভক্ত আছে দেশ জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নাকি তাসকিনের বিয়ের খবর শুনে টানা এক ঘণ্টা কেঁদেছেন।

বিয়ের খবর পাওয়ার পর ভক্তদের অনেক আফসোস যেমন করছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে অনেকেই শুভকামনা জানাচ্ছেন প্রিয় খেলোয়াড়কে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE