Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সেনাদের শ্রদ্ধার্ঘ্য বিরাটদের

ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইট করা এক ভিডিও বার্তায় সেই বিশেষ নায়কদের কথা বলেছেন কোহালি। তাঁরা হলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ান।

পোশাকে ‘আর্মড ফোর্স’-এর ব্যাজ পরে নেমেছিলেন কোহালিরা।

পোশাকে ‘আর্মড ফোর্স’-এর ব্যাজ পরে নেমেছিলেন কোহালিরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৭ ০৪:০৫
Share: Save:

হাজার হাজার ভক্তদের কাছে তাঁরাই নায়ক। তাঁদের দেখেই অনুপ্রাণিত হয় তরুণ প্রজন্ম। কিন্তু বিরাট কোহালিরা কাদের দেখে অনুপ্রাণিত হন? কাদের দেখে প্রেরণা পান?

ভারতীয় ক্রিকেট বোর্ডের টুইট করা এক ভিডিও বার্তায় সেই বিশেষ নায়কদের কথা বলেছেন কোহালি। তাঁরা হলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ান। কোহালি বলেছেন, ‘‘আমরা মনে করি আমাদের দেশের জওয়ানরাই হলেন সত্যিকারের নায়ক। দেশের জন্য আপনারা যা করছেন, তার জন্য আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা যদি সুযোগ পাই, তা হলে অবশ্যই আপনাদের সঙ্গে গিয়ে দেখা করব। সেটা ব্যক্তিগত ভাবেই হোক বা দলগত ভাবে।’’

টুইট করেছেন রোহিত শর্মাও। কোহালির অনুপস্থিতিতে যিনি এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলের নেতৃত্ব দেবেন, সেই রোহিতের টুইট, ‘নিঃস্বার্থ ভাবে যাঁরা আমাদের দিনের পর দিন রক্ষা করে চলেছেন, তাঁদের ঋণ কোনও ভাবেই শোধ করা সম্ভব নয়। আমরা শুধু আমাদের হৃদয় থেকে আন্তরিক ভাবে আপনাদের ধন্যবাদ জানাতে পারি।’

আরও পড়ুন: একাদশ আইপিএলের নিলামে হয়তো গেল ও অশ্বিন

সদ্য সমাপ্ত কোটলা টেস্টে নিজেদের পোশাকে ‘আর্মড ফোর্স’-এর ব্যাজ পরে নেমেছিলেন কোহালিরা। সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানাতে। বৃহস্পতিবারই ছিল ‘আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে’। এ দিনই ভারতের সশস্ত্র বাহিনী নিয়ে তাই ভিডিও পোস্ট করেছে বোর্ড। সেই ভিডিও-য় কোহালি আরও বলেন, ‘‘ওই ব্যাজটা পরা আমাদের কাছে একটা গর্বের মুহূর্ত ছিল। বিশেষ করে জাতীয় সংগীত হওয়ার সময়। ওই সময় বুঝতে পারছিলাম, আমাদের রক্ষা করতে আমাদের সশস্ত্র বাহিনী কতটা আত্মত্যাগ করে থাকে। যাতে ২৪ ঘণ্টা আমরা শান্তিতে থাকতে পারি। এই মহান কাজটা ওরা বছরের পর বছর ধরে করে আসছে। আমরা শুধু আমাদের শুভেচ্ছা জানাতে চাই।’’

কোহালি মনে করেন, সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করতে পারলে তাঁরা আরও অনুপ্রাণিত হবেন। ‘‘আমরা একসঙ্গে একটা সুন্দর সময় কাটাতে চাই,’’ বলেছেন ভারত অধিনায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE