Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

মাল্য জ্বরে কাঁপছে টিম ইন্ডিয়া

বিরাট কোহালির অবস্থা বেশ সঙ্গীন। আইপিএল-এ বিজয় মাল্যর দলেরই অধিনায়ক বিরাট। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে প্রথম ম্যাচ থেকেই বিপদে ভারতীয় দল। মাথায় ঘুরছে বিজয় মাল্য নামক কালো মেঘ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ১৬:২৭
Share: Save:

ভারত-পাকিস্তান ম্যাচে এজবাস্টনে বিজয় মাল্যর উপস্থিতি নিয়ে কম জলঘোলা হয়নি। ম্যাচ দেখতে যাওয়া, গাওস্করের সঙ্গে এক ফ্রেমে চলে আসা— এ সব নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। আর তার পর থেকেই রীতিমতো চাপে টিম ইন্ডিয়া।

বিশেষ করে, বিরাট কোহালির অবস্থা বেশ সঙ্গীন। আইপিএল-এ বিজয় মাল্যর দলেরই অধিনায়ক বিরাট। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে প্রথম ম্যাচ থেকেই বিপদে ভারতীয় দল। মাথায় ঘুরছে বিজয় মাল্য নামক কালো মেঘ।

আরও খবর: ডেথ ওভারে ধোনির আগে তিনি কেন? জবাব দিলেন হার্দিক

রবিবার গ্যালারি থেকেই ফিরে গিয়েছিলেন তিনি। কিন্তু গোল বাধল সোমবারের চ্যারিটি ডিনারে। ওই ডিনারের আয়োজক ছিল বিরাট কোহালি ফাউন্ডেশন। সেখানে বিজয় মাল্যকে ডাকাও হয়নি। না ডাকলে হবে কি, তিনি অবশ্য হাজির হয়েছিলেন সেই নৈশভোজে। যা দেখে রীতিমতো সমস্যায় পড়ে যায় ভারতীয় দলের ক্রিকেটাররা। বিজয় মাল্য নৈশভোজে হাজির হতেই, নির্দিষ্ট সময়ের অনেক আগে সেখান থেকে বেরিয়ে যায় ভারতীয় দল। বিরাট কোহালিকে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে দূরত্ব বজায় রাখতে দেখা যায়।

দেখুন ভিডিও

বিতর্ক এড়াতেই ভারতীয় দলের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিসিসিআইএর তরফে সেই নৈশভোজে উপস্থিত থাকা এক কর্তার বক্তব্য ‘‘বিজয় মাল্যের জন্য ভারতীয় দল রীতিমতো অস্বস্তিতে ছিল। যে কারণে তাঁরা দ্রুত নৈশভোজ থেকে বেরিয়ে যান।’’ তিনি আরও জানান বিরাট কোহালি ফাউন্ডেশনের তরফে বিজয় মাল্যকে আমন্ত্রণই জানানো হয়নি। ‘‘বিনা নিমন্ত্রণে এলেও তাঁকে সেখান থেকে তো আর বেরিয়ে যেতে বলা যায় না!’’ মন্তব্য ওই কর্তার। বিজয় মাল্য কিন্তু থেমে নেই তার পরও। টুইট করে জানিয়েছেন সংবাদ মাধ্যমে যাই লেখা হোক না কেন তিনি আবার যাবেন খেলা দেখতে। সঙ্গে বিরাটের প্রশংসা করেও টুইট করেছেন।

বিতর্ক এড়াতেই ভারতীয় দলের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিসিসিআইএর তরফে সেই নৈশভোজে উপস্থিত থাকা এক কর্তার বক্তব্য ‘‘বিজয় মাল্যের জন্য ভারতীয় দল রীতিমতো অস্বস্তিতে ছিল। যে কারণে তাঁরা দ্রুত নৈশভোজ থেকে বেরিয়ে যান।’’ তিনি আরও জানান বিরাট কোহালি ফাউন্ডেশনের তরফে বিজয় মাল্যকে আমন্ত্রণই জানানো হয়নি। ‘‘বিনা নিমন্ত্রণে এলেও তাঁকে সেখান থেকে তো আর বেরিয়ে যেতে বলা যায় না!’’ মন্তব্য ওই কর্তার। বিজয় মাল্য কিন্তু থেমে নেই তার পরও। টুইট করে জানিয়েছেন সংবাদ মাধ্যমে যাই লেখা হোক না কেন তিনি আবার যাবেন খেলা দেখতে। সঙ্গে বিরাটের প্রশংসা করেও টুইট করেছেন।

বিতর্ক এড়াতেই ভারতীয় দলের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিসিসিআইএর তরফে সেই নৈশভোজে উপস্থিত থাকা এক কর্তার বক্তব্য ‘‘বিজয় মাল্যের জন্য ভারতীয় দল রীতিমতো অস্বস্তিতে ছিল। যে কারণে তাঁরা দ্রুত নৈশভোজ থেকে বেরিয়ে যান।’’ তিনি আরও জানান বিরাট কোহালি ফাউন্ডেশনের তরফে বিজয় মাল্যকে আমন্ত্রণই জানানো হয়নি। ‘‘বিনা নিমন্ত্রণে এলেও তাঁকে সেখান থেকে তো আর বেরিয়ে যেতে বলা যায় না!’’ মন্তব্য ওই কর্তার। বিজয় মাল্য কিন্তু থেমে নেই তার পরও। টুইট করে জানিয়েছেন সংবাদ মাধ্যমে যাই লেখা হোক না কেন তিনি আবার যাবেন খেলা দেখতে। সঙ্গে বিরাটের প্রশংসা করেও টুইট করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE