Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ডাবলস বিতর্কে বিরক্ত বিজয়

এই ব্যাপারে অমৃতরাজ মঙ্গলবার নয়াদিল্লিতে বলেন, ‘‘ব্যাপারটা নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে দেখছি। ডেভিস কাপে ডাবলসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিঙ্গলস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৪:০১
Share: Save:

ভারতীয় ডেভিস কাপ দলের ডাবলস জুটি নিয়ে এত বিতর্ক দেখে বেশ বিরক্ত দেশের কিংবদন্তি টেনিস তারকা বিজয় অমৃতরাজ।

এই ব্যাপারে অমৃতরাজ মঙ্গলবার নয়াদিল্লিতে বলেন, ‘‘ব্যাপারটা নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে দেখছি। ডেভিস কাপে ডাবলসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিঙ্গলস। আর সিঙ্গলসে খেলার জন্য সেরা ৫০-এর মধ্যে থাকা খেলোয়াড়দের দলে নেওয়া উচিত। ওয়ার্ল্ড গ্রুপে খেলতে গেলে সিঙ্গলসে ভাল খেলতে হবে। ডাবলস তখনই গুরুত্বপূর্ণ, যখন সিঙ্গলসে দুটো দলের মধ্যে সমান সমান অবস্থা থাকে।’’

ডেভিস কাপে সাফল্য পেতে গেলে দলের খেলোয়াড়দের মধ্যে ভাল সম্পর্কও থাকা দরকার বলেও মনে করেন অমৃতরাজ। তিনি বলেন, ‘‘পেশাদার টেনিসে একসঙ্গে না খেললে ডেভিস কাপে অসুবিধা হয়। হঠাৎ করে জুটি বেঁধে খেললে তা সফল হবে কী করে?’’ কিন্তু পেশাদার টেনিসে লিয়েন্ডার ও বোপান্না দু’জনে আলাদা সঙ্গী নিয়ে খেলেন এবং দু’জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও ভাল না।

রোহন বোপান্না চিনের বিরুদ্ধে আসন্ন ডেভিস কাপ টাইয়ে ভারতের হয়ে কোর্টে নামতে চান না বলে জানিয়ে সম্প্রতি সর্বভারতীয় টেনিস সংস্থাকে চিঠি পাঠান মহেশ ভূপতি। তবু দু’জনকেই ভারতীয় দলে রাখা হয়েছে এবং এই নিয়ে বিতর্কও শুরু হয়। সেই বিতর্ক নিয়েই কথা বলছিলেন অমৃতরাজ। এ বছর থেকে দু’দিনে তিন সেটের পাঁচটি ম্যাচ হবে বলে ঠিক হয়েছে প্রতি টাইয়ে। এই নিয়ে অমৃতরাজ বলেন, ‘‘ডেভিস কাপের ঐতিহ্য ধরে রাখা উচিত। সেরা খেলোয়াড়দের কাছে যাতে ডেভিস কাপের গুরুত্ব বজায় থাকে, সে জন্যই তো এই পরিবর্তন আনা। কিন্তু সেটা তো অন্য ভাবেও করা যেত। টাইয়ে কাট ছাঁট করা ঠিক হয়নি বোধহয়। ওয়ার্ল্ড গ্রুপের খেলা দু’বছরে একবার করে করা যেত। বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস যে রকম চার বছর অন্তর হয়, সে ভাবে ওয়ার্ল্ড গ্রুপ কেন দু’বছর অন্তর হবে না?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Amritraj Tennis Doubles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE