Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ার পরীক্ষাটা সহজ হবে না

এই কন্ডিশনে অশ্বিন, জাডেজা দু’জনেই বিপজ্জনক হতে পারত। জাডেজার অভিজ্ঞতা, বিশেষ করে চিপকে, আর লোয়ার অর্ডারে ব্যাট করতে এসে দলকে ভরসা দেওয়ার ক্ষমতা ওদের চিন্তায় রাখার মতোই।

সতর্ক স্মিথ।

সতর্ক স্মিথ।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ০৪:০৮
Share: Save:

রবিবার থেকে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে রানের বন্যা বইলে অবাক হবেন না। ভারতের মাটিতে গত বারের ওয়ান ডে সিরিজের কথা মনে করে দেখুন। সেবারেও প্রচুর রান উঠেছিল সাত ম্যাচের সিরিজে। প্রায় প্রতি ম্যাচেই তিনশোর ওপর রান তুলেছিল দু’দলের ব্যাটসম্যানরা। আমাদের ছেলেরা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত ভাবে সিরিজ জিতেছিল। এ বারেও পিচ ভাল হলে প্রচুর রান উঠবে নিশ্চয়ই।

ভারত সদ্য শ্রীলঙ্কায় একটা ভাল সফর সেরে ফিরেছে। বিপক্ষ দল যেমনই হোক না কেন, সেটা কোনও ব্যাপার নয়, দলটা কেমন খেলেছে সেটাই আসল কথা। ভারতের মতো একটা আত্মবিশ্বাসী দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পরীক্ষাটা মোটেই সহজ হবে না। পিচে যদি বল ঘোরে, তা হলে সিরিজটা এক রকম হবে আর বল না ঘুরলে অন্য রকম। এটা ভারতের মাটিতে হওয়া যে কোনও সিরিজেই একটা বড় ফ্যাক্টর।

এই কন্ডিশনে অশ্বিন, জাডেজা দু’জনেই বিপজ্জনক হতে পারত। জাডেজার অভিজ্ঞতা, বিশেষ করে চিপকে, আর লোয়ার অর্ডারে ব্যাট করতে এসে দলকে ভরসা দেওয়ার ক্ষমতা ওদের চিন্তায় রাখার মতোই। কিন্তু নতুন ক্রিকেটারদের তো তুলে আনতেই হবে। সে জন্যই নির্বাচকেরা অক্ষর পটেল, কুলদীপ যাদবদের এই সিরিজে সুযোগ দিয়েছিল। সিদ্ধান্তটা একেবারে ঠিকই ছিল। যশপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ শামি হয়তো প্রথম এগারোয় আসবে। সে ক্ষেত্রে ভুবনেশ্বর কুমারকে মাঠের বাইরে রেখেই নামতে হবে। কিন্তু ভুবনেশ্বর দলে না থাকা মানে হার্দিক পাণ্ড্যর পরে দলের ব্যাটিং কিছুটা দুর্বল হয়ে পড়া। জাডেজা এলে সেই সমস্যা আবার মিটে যাবে।

ধবন না থাকায় দলে একটা বড় ফাঁক থেকে যেতে পারে। ধবন যে শুধু ভাল ব্যাটসম্যান, তা-ই নয়। ও খুব ভাল ফর্মে ছিল। ওর অভাব অনুভব করবে নিশ্চয়ই বিরাট কোহালিরা। ওর জায়গায় অজিঙ্ক রাহানেকে হয়তো আনতে হবে। কিন্তু মণীশ পাণ্ডে বা কেদার যাদবের মধ্যে কোনও একজনকে না বসালে সেটা সম্ভব হবে বলে মনে হয় না। ওর বোলিংয়ের জন্য কেদার দলে ক্রমশ অপরিহার্য হয়ে উঠেছে। আর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওর পারফরম্যান্স মনে রাখলে কিন্তু ওকে দলের বাইরে রাখা সোজা হবে না।

অস্ট্রেলিয়া দলে ম্যাচ উইনার আছে ঠিকই। কিন্তু ওদের ব্যাটসম্যানদের ঠিকমতো ইনিংসে গতি বজায় রাখাটা একটা বড় কাজ। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড দু’জনেই ভাল। আর লোয়ার অর্ডারে জেমস ফকনারও ব্যাটসম্যান হিসেবে খারাপ নয়। তবে গ্লেন ম্যাক্সওয়েলের কাছে এই সিরিজটা একটা বড় পরীক্ষা। ওকে দলে টিকে থাকতে গেলে এই সিরিজে ভাল কিছু করতেই হবে। এখানেই ঘুরে দাঁড়াতে হবে ওকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE